গাইবান্ধা প্রতিনিধি.
নোয়াখালীর ইসকনসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, মন্দির-বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগসহ লুটপাটের প্রতিবাদে আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড় এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) গাইবান্ধা প্রচার কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, সদর উপজেলা সভাপতি সুজন প্রসাদ, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেব রকি, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ চাকি, চঞ্চল সাহা, ইসকন গাইবান্ধা প্রচার কেন্দ্রের নরোত্তম নন্দ দাস, ভক্তচৈতন্য দাস প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের শনাক্ত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।