বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৬৮ Time View

গাইবান্ধা প্রতিনিধি,

এক হিন্দু ব্যবসায়ীর কাপড়ের দোকানে আগুনে নগদ টাকা, কাপড়সহ দুইটি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়, পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, স্থানীয় লোকজন আজ ভোর পাঁচটার দিকে কামদিয়া বাজারের রমেশ চন্দ্র দাশের কাপড়ের দোকানে ধোয়া বের হতে দেখে। তারা গোবিন্দগঞ্জ ও পাশ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী বিপ্লব আকন্দের কাপড়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তার দোকানেরও আংশিক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই দোকানের নগদ টাকা, কাপড়সহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

দোকান মালিক রমেশ চন্দ্র দাশ কামদিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে কে বা কারা শক্রতাবশত তার দোকানে আগুন দিতে পারেন। আগুনে পুড়ে তার দোকানের সবকিছু পুড়ে গেছে।

এবিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আরিফ আনোয়ার বলেন, বিষয়টি স্পর্শকাতর। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাটি ঘোড়াঘাট ফায়ার সার্ভিস তদন্ত করছে। একই বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের পরিদর্শক নিরঞ্জন সরকার মুঠোফোনে বলেন, ফায়ার সার্ভিসের দিনাজপুর ও ঢাকার উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত করবেন। এর আগে কিছু বলা যাচ্ছে না।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট বা কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ দুপুরে জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রনজিত বকসি বলেন, এটা নাশকতা। পিছন দিয়ে দোকানে আগুন লাগানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

Tag :

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

Update Time : ০৬:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

গাইবান্ধা প্রতিনিধি,

এক হিন্দু ব্যবসায়ীর কাপড়ের দোকানে আগুনে নগদ টাকা, কাপড়সহ দুইটি দোকানের ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয়, পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, স্থানীয় লোকজন আজ ভোর পাঁচটার দিকে কামদিয়া বাজারের রমেশ চন্দ্র দাশের কাপড়ের দোকানে ধোয়া বের হতে দেখে। তারা গোবিন্দগঞ্জ ও পাশ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী বিপ্লব আকন্দের কাপড়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। তার দোকানেরও আংশিক ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই দোকানের নগদ টাকা, কাপড়সহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

দোকান মালিক রমেশ চন্দ্র দাশ কামদিয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে কে বা কারা শক্রতাবশত তার দোকানে আগুন দিতে পারেন। আগুনে পুড়ে তার দোকানের সবকিছু পুড়ে গেছে।

এবিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আরিফ আনোয়ার বলেন, বিষয়টি স্পর্শকাতর। তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাটি ঘোড়াঘাট ফায়ার সার্ভিস তদন্ত করছে। একই বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের পরিদর্শক নিরঞ্জন সরকার মুঠোফোনে বলেন, ফায়ার সার্ভিসের দিনাজপুর ও ঢাকার উর্দ্ধতন কর্মকর্তারা তদন্ত করবেন। এর আগে কিছু বলা যাচ্ছে না।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট বা কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আজ দুপুরে জেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রনজিত বকসি বলেন, এটা নাশকতা। পিছন দিয়ে দোকানে আগুন লাগানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও তাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।