বনলতা ডেস্ক.
আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.) দিবস। বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন্নাবিয়িন তাজদারে মদিনা জগতকুল শিরোনমণি সর্বশ্রেষ্ট নবি হযরত মোহাম্মদ আহমদ জুজতবা সল্লাল্লাহু আলাইহ ও ওয়া সল্লামের জন্ম ও ওফাত দিবস।
প্রায় সাড়ে ১৪শ বছর আগে আইয়ামে জাহেলিয়াতের ঘনঘোর তমসায় ছাওয়া ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে সুবহে সাদিকের সময় আরবের মক্কা নগরীরর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলজুড়ে আসেন আমাদের প্রিয় নবি।
জন্মের আড়েই পিতৃহারা হন তিনি। এরপর খুব কম সময়ের ব্যবধানে মাকেও হারান। এরপর তিনি নানা প্রতিকূলতার মধ্যে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হয়ে উঠেন। ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তের মহান দায়িত্ব পান।
এপর তিনি মানবজাতিকে মুক্তির পথ দেখান।