বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় বিচার চায় নাগরিক নেতারা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ৫১ Time View

গাইবান্ধা প্রতিনিধি.

কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জেলা শহরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

আজ দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে শহরের ডিবি রোডে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহার উল মান্নান, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসি সূর্য্য, বেসরকারি সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, গণফোরামের সভাপতি ময়নুল ইসলাম রাজা, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সভাপতি ফিলিমন বাস্কে, সাংবাদিক রিক্তু প্রসাদ, সামাজিক সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর কবির, জয়া প্রসাদ, মাজেদা খাতুন, স্বপন কুমার রায়, খিলন রবিদাস, সন্তোষ বাসফোর, কাজী আব্দুল খালেক প্রমুখ। এসময় প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন সংস্কৃতিকর্মী দেবাশীষ দাশ দেবু ও শিরিন আকতার।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার জন্য যারা দায়ী সেই ধর্মান্ধ গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এবারই প্রথম নয়, এর আগেও দেশে বড় ধরণের সাম্প্রদায়িক হামলা হয়েছে। ক্ষমতাসীন দলগুলো হামলার পর প্রতিকারের আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা। দোষী ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওয়তায় এনে বিচারের দাবী জানান।

Tag :

সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় বিচার চায় নাগরিক নেতারা

Update Time : ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

গাইবান্ধা প্রতিনিধি.

কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের পূজামন্ডপ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ জেলা শহরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

আজ দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে শহরের ডিবি রোডে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলা উদীচীর সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মাজহার উল মান্নান, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, জেলা বারের সাধারণ সম্পাদক ও নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসি সূর্য্য, বেসরকারি সংগঠন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি আলমগীর কবীর বাদল, গণফোরামের সভাপতি ময়নুল ইসলাম রাজা, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সভাপতি ফিলিমন বাস্কে, সাংবাদিক রিক্তু প্রসাদ, সামাজিক সংগ্রাম পরিষদের নেতা জাহাঙ্গীর কবির, জয়া প্রসাদ, মাজেদা খাতুন, স্বপন কুমার রায়, খিলন রবিদাস, সন্তোষ বাসফোর, কাজী আব্দুল খালেক প্রমুখ। এসময় প্রতিবাদী গান ও কবিতা পরিবেশন করেন সংস্কৃতিকর্মী দেবাশীষ দাশ দেবু ও শিরিন আকতার।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার জন্য যারা দায়ী সেই ধর্মান্ধ গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এবারই প্রথম নয়, এর আগেও দেশে বড় ধরণের সাম্প্রদায়িক হামলা হয়েছে। ক্ষমতাসীন দলগুলো হামলার পর প্রতিকারের আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তারা। দোষী ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওয়তায় এনে বিচারের দাবী জানান।