সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে গরু চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ৬৫ Time View

বিশেষ প্রতিবেদক  গৌরনদী.

বরিশালের গৌরনদীতে গরু চুরি করে নিয়ে যাবার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে এ বিষয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন গরুর মালিক শহিদুল হাওলাদার। দুপুরে ওই মামলায় গ্রেফতার করে ওই ৪ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- বরগুনার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (৩২) এবং গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল হাসান (৩২)। এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন একই উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের একটি গরু চুরি করে পিক আপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ওই রাতেই পৌর এলাকার কাসেমাবাদ এলাকায় গরুসহ একটি পিকাপ আটক করেন পুলিশ। আটককৃত ৪ জন ওই গরুর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পাড়ায় গরুসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

Tag :

বরিশালের গৌরনদীতে গরু চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক

Update Time : ০৬:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

বিশেষ প্রতিবেদক  গৌরনদী.

বরিশালের গৌরনদীতে গরু চুরি করে নিয়ে যাবার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদ্যস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে এ বিষয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন গরুর মালিক শহিদুল হাওলাদার। দুপুরে ওই মামলায় গ্রেফতার করে ওই ৪ সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- বরগুনার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (৩২) এবং গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল হাসান (৩২)। এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সহিদুল ইসলাম জানতে পারেন একই উপজেলার কান্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের একটি গরু চুরি করে পিক আপে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ওই রাতেই পৌর এলাকার কাসেমাবাদ এলাকায় গরুসহ একটি পিকাপ আটক করেন পুলিশ। আটককৃত ৪ জন ওই গরুর বৈধ কোন কাগজপত্র দেখাতে না পাড়ায় গরুসহ তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।