গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সোঁতিজাল দিয়ে মাছ শিকার করছিলেন প্রভাবশালীরা।
সোমবার বেলা ১১ টা থেকে এসব সোঁতি উচ্ছেদে অভিযান শুরু করে গুরুদাসপুর উপজেলা প্রশাসন।
এসময় গুরুদাসপুরের খুবজিপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে এসব সোঁতি উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল ওই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, পানি প্রবাহ বাধাগ্রস্ত করে সোঁতিজাল দিয়ে মাছ শিকার করায় দক্ষিণ চলনবিলের পিঁপলা, খুবজিপুর, রুহাইসহ বেশ কয়েকটি বিলে রবিশষ্য আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত বিলে অভিযান চালিয়ে অন্তত ৫টি সোঁতি উচ্ছেদ করা হয়েছে।
এসময় সোঁতিজালের বাঁশসহ বিভিন্ন সরঞ্জামাদি ভেঙ্গে ফেলা হয়।