শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৪৫ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ
বুধবার রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক (ইদু) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতীক ছিলো টিউবওয়েল।

দ্বিতীয় দফা নির্বাচনে আজ বৃহস্পতিবার গাইবান্ধার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়।

জানা গেছে, সদর উপজেলার ১২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারে ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে মোট প্রার্থী ৯০৮ জন। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।

Tag :

গাইবান্ধায় ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

Update Time : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

গাইবান্ধা প্রতিনিধিঃ
বুধবার রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ ইমদাদুল হক (ইদু) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতীক ছিলো টিউবওয়েল।

দ্বিতীয় দফা নির্বাচনে আজ বৃহস্পতিবার গাইবান্ধার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টিতে ব্যালট পেপার এবং একটিতে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, লক্ষ্মীপুর ইউনিয়নে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়।

জানা গেছে, সদর উপজেলার ১২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবারে ১৩টি ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে মোট প্রার্থী ৯০৮ জন। এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।