শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ৩৪ Time View

বিশেষ প্রতিবেদক,কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ যাত্রীসহ ৫ জন নিহত হয়েছে। নিহত ৫ জনের দুইজন ঘটনাস্থলে, দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ও একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূর“ঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম, শহিদুলের মেয়ে শিশু সুমাইয়া ও মা সুফিয়া বেগম। পরবর্তীতে গুরুতর আহত শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি নৈশকোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়াশী এলাকায় নাগেশ্বরী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া ও অটোচালক জলিল সরকার নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী শহিদুল, তার মা সুফিয়া বেগম ও স্ত্রী শাহানাজ বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন অন্য আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করান। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহিদুল ও তার মা সুফিয়া বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। এ নিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়।

Tag :

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

Update Time : ০৫:৫৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

বিশেষ প্রতিবেদক,কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ যাত্রীসহ ৫ জন নিহত হয়েছে। নিহত ৫ জনের দুইজন ঘটনাস্থলে, দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ও একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূর“ঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম, শহিদুলের মেয়ে শিশু সুমাইয়া ও মা সুফিয়া বেগম। পরবর্তীতে গুরুতর আহত শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি নৈশকোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়াশী এলাকায় নাগেশ্বরী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া ও অটোচালক জলিল সরকার নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী শহিদুল, তার মা সুফিয়া বেগম ও স্ত্রী শাহানাজ বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন অন্য আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করান। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সহিদুল ও তার মা সুফিয়া বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। এ নিয়ে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়।