বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত – ৬

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৫৭ Time View

বিশেষ প্রতিবেদক গাইবান্ধা.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ জন যাত্রি নিহত হয়েছে। আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অদুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার সুজন মিয়া (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আবদুল বাকীর ছেলে রিপন মিয়া (৩৩) একই গ্রামের টুকু আমিন (৬৫), সোহাগ মিয়া (২২) ও আশরাফ আলী (৬০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচ বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং ৬ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ২ জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক কোচটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Tag :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায়  নিহত – ৬

Update Time : ১১:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

বিশেষ প্রতিবেদক গাইবান্ধা.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ জন যাত্রি নিহত হয়েছে। আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অদুরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার সুজন মিয়া (৩০), গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের আবদুল বাকীর ছেলে রিপন মিয়া (৩৩) একই গ্রামের টুকু আমিন (৬৫), সোহাগ মিয়া (২২) ও আশরাফ আলী (৬০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি কোচ বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং ৬ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ২ জন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক কোচটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।