শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে সাংসদপত্নী

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ৪৬ Time View

বিশেষ প্রতিবেদক, রাজশাহী:
অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক এলিনা আক্তার পলি (৪০)। গত বৃহস্পতিবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ব্যাপারে মুখ খোলেননি সাংসদ আয়েন।

হাসপাতাল সূত্র জানায়, এলিনাকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তার অবস্থা আশঙ্কাজনক হলে পাঠানো হয় আইসিইউতে। পরে তার অবস্থা আরো সঙ্কটাপন্ন হয়। তবে তার অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণটি অজানা।

এবিষয়ে রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইসিইউতে সবাই সঙ্কটাপন্ন রোগী। সাংসদপত্নীও তার ব্যতিক্রম নন। তবে এলিনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
এলিনা কতটি ঘুমের বড়ি খেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত তথ্য। আমি এটা সংবাদমাধ্যমকে জানাতে পারি না।

এ ব্যাপারে সাংসদ আয়েন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

ঘুমের ওষুধ খেয়ে আইসিইউতে সাংসদপত্নী

Update Time : ০৭:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

বিশেষ প্রতিবেদক, রাজশাহী:
অতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনের স্ত্রী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক এলিনা আক্তার পলি (৪০)। গত বৃহস্পতিবার তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ব্যাপারে মুখ খোলেননি সাংসদ আয়েন।

হাসপাতাল সূত্র জানায়, এলিনাকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে রাত ১২টার দিকে তার অবস্থা আশঙ্কাজনক হলে পাঠানো হয় আইসিইউতে। পরে তার অবস্থা আরো সঙ্কটাপন্ন হয়। তবে তার অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণটি অজানা।

এবিষয়ে রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইসিইউতে সবাই সঙ্কটাপন্ন রোগী। সাংসদপত্নীও তার ব্যতিক্রম নন। তবে এলিনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
এলিনা কতটি ঘুমের বড়ি খেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটা তার ব্যক্তিগত তথ্য। আমি এটা সংবাদমাধ্যমকে জানাতে পারি না।

এ ব্যাপারে সাংসদ আয়েন উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।