শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শব্দশ্রী সাহিত্য-সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৬৮ Time View
বিশেষ প্রতিবেদক ঢাকা.
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে শব্দশ্রী সাহিত্য-সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কন্ফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন ও “শব্দশ্রী ম্যাগাজিন” এর মোড়ক উন্মোচন করেন ছড়াচার্য সিরাজুল ফরিদ। প্রধান আলোচক হিসাবে অনুষ্ঠানের সঞ্চার করেন দৈনিক দেশ পত্রিকার সম্পাদক কবি ও গবেষক জনাব মাহমুদুল হাসান নিজামী। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম কে বাশার।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন,কবি ও গবেষক  আলী আশরাফ খান ,বিশিষ্ট ছাড়াকার শামীম পারভেজ,  প্রফেসর ও গবেষক এমদাদুল হক খান(আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),কবি ও সাহিত্যিক  আতিক হেলাল , , নতুনতারার সম্পাদক  সাইফুর মীনা,  কবিও সাহিত্যিক দোদুল পার্থ, কবি ও সাহিত্যিক  সৈয়দা শাহানাজ পারভীন প্রমুখ্য।
সময়ের আরো অনুপস্থিত ছিলে ্যাক লিটন(কথা সাহিত্যিক), মাজেম আলী মলিন(অধ্যাপক ও সম্পাদক, দৈনিক বনলতা), অঞ্জন কান্তি দাশ ( লেখক ও নাট্যকার) ,ডঃ আব্দুর রাজ্জাক (কবি ও গবেষক)।
শ্রুতি মধুর কবিতা আবৃত্তি করেন, বাশের টিটো,হিলারী হিটলার আভী,এম,এন,এস তুর্কী, জেসমিন সাথী,সুমী ইসলাম,রেখা চৌধুরী এবং রিয়াদ অনিকেত এবং দিলরুবা রাকিব,স ম মাহবুব হাসান,রবিউল ইসলাম ও মাহবুব শাহজালাল।
 অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক কর্ম সুচীতে সংগীত পরিবেশন  করেন, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী শীলা পারভীন, জেসমিন সাথী, আমিনুল ইসলাম এবং দিলীপ গমেজ। উপস্থাপনায় ছিলেন রোটারিয়ান দিলরুবা রাকিব এবং সাংবাদিক রবিউল ইসলাম।
২৬ নভেম্বরের পরিবর্তে মার্চের কোন নির্ধারিত দিনে শব্দশ্রী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্তও ওই অনুষ্ঠানে গ্রহণ করা হয়। শব্দশ্রী সাহিত্য – সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Tag :

শব্দশ্রী সাহিত্য-সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০১:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
বিশেষ প্রতিবেদক ঢাকা.
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে শব্দশ্রী সাহিত্য-সাংস্কৃতিক সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কন্ফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন ও “শব্দশ্রী ম্যাগাজিন” এর মোড়ক উন্মোচন করেন ছড়াচার্য সিরাজুল ফরিদ। প্রধান আলোচক হিসাবে অনুষ্ঠানের সঞ্চার করেন দৈনিক দেশ পত্রিকার সম্পাদক কবি ও গবেষক জনাব মাহমুদুল হাসান নিজামী। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এম কে বাশার।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন,কবি ও গবেষক  আলী আশরাফ খান ,বিশিষ্ট ছাড়াকার শামীম পারভেজ,  প্রফেসর ও গবেষক এমদাদুল হক খান(আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),কবি ও সাহিত্যিক  আতিক হেলাল , , নতুনতারার সম্পাদক  সাইফুর মীনা,  কবিও সাহিত্যিক দোদুল পার্থ, কবি ও সাহিত্যিক  সৈয়দা শাহানাজ পারভীন প্রমুখ্য।
সময়ের আরো অনুপস্থিত ছিলে ্যাক লিটন(কথা সাহিত্যিক), মাজেম আলী মলিন(অধ্যাপক ও সম্পাদক, দৈনিক বনলতা), অঞ্জন কান্তি দাশ ( লেখক ও নাট্যকার) ,ডঃ আব্দুর রাজ্জাক (কবি ও গবেষক)।
শ্রুতি মধুর কবিতা আবৃত্তি করেন, বাশের টিটো,হিলারী হিটলার আভী,এম,এন,এস তুর্কী, জেসমিন সাথী,সুমী ইসলাম,রেখা চৌধুরী এবং রিয়াদ অনিকেত এবং দিলরুবা রাকিব,স ম মাহবুব হাসান,রবিউল ইসলাম ও মাহবুব শাহজালাল।
 অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক কর্ম সুচীতে সংগীত পরিবেশন  করেন, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী শীলা পারভীন, জেসমিন সাথী, আমিনুল ইসলাম এবং দিলীপ গমেজ। উপস্থাপনায় ছিলেন রোটারিয়ান দিলরুবা রাকিব এবং সাংবাদিক রবিউল ইসলাম।
২৬ নভেম্বরের পরিবর্তে মার্চের কোন নির্ধারিত দিনে শব্দশ্রী’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্তও ওই অনুষ্ঠানে গ্রহণ করা হয়। শব্দশ্রী সাহিত্য – সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।