শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সেটেলমেন্ট অফিস থেকে দালাল আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • ৩১ Time View

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে শাহীন মিয়া (৪০) নামে এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলা সেটেলমেন্ট অফিস এলাকা থেকে সেবা গ্রহীতাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক শাহীন মিয়ার বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের নবু ডাঙ্গা এলাকায়। সে ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহীন নামে ওই ব্যাক্তি সদর উপজেলা সেটেলম্যান্ট অফিসে জমি-জমা সংক্রান্ত বিষয়ে সেবা নিতে আসা লোকজনের কাছে দ্রুত সমস্যা সমাধান করে দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে তার কথা বার্তায় সন্দেহ মনে হলে সেবাগ্রহীতাদের সাথে বাকবিতন্ডায় জড়ায় সে। পরে সেবাগ্রহীতারা তাকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল গিয়ে এ বিষয়ের সত্যতা যাচাই করে প্রমাণ পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, আমরা সদর উপজেলা সেটেলম্যান্ট অফিসকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা তৈরী করেছি। আজকেও একজনকে আটক করে সাজা দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

পঞ্চগড়ে সেটেলমেন্ট অফিস থেকে দালাল আটক

Update Time : ০৭:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে শাহীন মিয়া (৪০) নামে এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সদর উপজেলা সেটেলমেন্ট অফিস এলাকা থেকে সেবা গ্রহীতাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক শাহীন মিয়ার বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের নবু ডাঙ্গা এলাকায়। সে ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শাহীন নামে ওই ব্যাক্তি সদর উপজেলা সেটেলম্যান্ট অফিসে জমি-জমা সংক্রান্ত বিষয়ে সেবা নিতে আসা লোকজনের কাছে দ্রুত সমস্যা সমাধান করে দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে তার কথা বার্তায় সন্দেহ মনে হলে সেবাগ্রহীতাদের সাথে বাকবিতন্ডায় জড়ায় সে। পরে সেবাগ্রহীতারা তাকে আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল গিয়ে এ বিষয়ের সত্যতা যাচাই করে প্রমাণ পান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, আমরা সদর উপজেলা সেটেলম্যান্ট অফিসকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা তৈরী করেছি। আজকেও একজনকে আটক করে সাজা দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।