শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘একুশে পুরস্কার তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করবে’-প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৯ Time View

বনলতা ডেস্ক.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমরা যে পুরস্কার দিচ্ছি। যারা পুরস্কার পাচ্ছেন, এই পুরস্কার তরুণ প্রজন্মকে ভবিষ্যতে ইতিহাস সচেতন করবে। তিনি বলেন, বহু ত্যাগ এবং রক্তের বিনিময়ে ভাষা ও স্বাধীনতা অর্জিত হয়েছে, হঠাৎ করে আসেনি। বাঙালীর যত অর্জন তার সবকিছুর পেছনেই রয়েছে আত্মত্যাগ।

আজ রবিবার (২০ফেব্রুয়ারি) সকালে একুশে পদক-২০২২ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই সমাজের পরিবর্তনে ভাষা ও সংস্কৃতির পরিবর্তনে যারাই অবদান রেখেছেন আমরা চেষ্টা করি তাদেরকেই সম্মানিত করার জন্য। সমাজ রাষ্ট্র ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মান জানানোর এই যে প্রচেষ্টা সেটা আমাদের অব্যাহত থাকবে। সবাইকে হয়তো সম্মান জানানো সম্ভব হয়না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিল্প সাহিত্য ও সংস্কৃতি কে আরও বিকশিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল। অথচ জাতির পিতার হাত ধরেই এই ভাষা আন্দোলনের সূচনা। ধাপে ধাপে তিনি একটি জাতিকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়েছেন।

Tag :

‘একুশে পুরস্কার তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন করবে’-প্রধানমন্ত্রী

Update Time : ০৬:০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বনলতা ডেস্ক.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আমরা যে পুরস্কার দিচ্ছি। যারা পুরস্কার পাচ্ছেন, এই পুরস্কার তরুণ প্রজন্মকে ভবিষ্যতে ইতিহাস সচেতন করবে। তিনি বলেন, বহু ত্যাগ এবং রক্তের বিনিময়ে ভাষা ও স্বাধীনতা অর্জিত হয়েছে, হঠাৎ করে আসেনি। বাঙালীর যত অর্জন তার সবকিছুর পেছনেই রয়েছে আত্মত্যাগ।

আজ রবিবার (২০ফেব্রুয়ারি) সকালে একুশে পদক-২০২২ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই সমাজের পরিবর্তনে ভাষা ও সংস্কৃতির পরিবর্তনে যারাই অবদান রেখেছেন আমরা চেষ্টা করি তাদেরকেই সম্মানিত করার জন্য। সমাজ রাষ্ট্র ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মান জানানোর এই যে প্রচেষ্টা সেটা আমাদের অব্যাহত থাকবে। সবাইকে হয়তো সম্মান জানানো সম্ভব হয়না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিল্প সাহিত্য ও সংস্কৃতি কে আরও বিকশিত করতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান মুছে ফেলা হয়েছিল। অথচ জাতির পিতার হাত ধরেই এই ভাষা আন্দোলনের সূচনা। ধাপে ধাপে তিনি একটি জাতিকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে নিয়েছেন।