শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ধরা পড়লো ১৫০ কেজির কোরাল মাছ

  • Reporter Name
  • Update Time : ০৪:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১৩৫ Time View

বিশেষ প্রতিবেদক কক্সবাজার. টেকনাফের সেন্টমার্টিনে এক জেলের জালে ১৫০ কেজির সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। স্থানীয় ভাবে এটি ভোল কোরাল নামে পরিচিত। শনিবার ভোরে সেন্টমার্টিনের জেলে রশিদ আহমদের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, ভোরে সেন্টমার্টিনের রশিদ আহমদ বঙ্গোপসাগরে পোঁপা মাছের জাল ফেলতে যায়। জাল টেনে তোলার সময় বিরাট একটি কোরাল মাছ দেখতে পেয়ে নৌকার মাঝি-মাল্লারা উল্লাসে মেতে উঠে।  মাছটি ধরে ঘাটে নিয়ে এসে ওজন করে তিন মণ ৩০ কেজি অর্থাৎ ১৫০ কেজি ওজনের হয়  বলে জানান জেলে আবছার।

মূল্যবান এবং সুস্বাদু এই মাছের প্রতি কেজির দাম আটশ টাকা ধরে এক লাখ ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। ক্রেতা মো. ইসমাঈল সওদাগর মাছটি টেকনাফ বাজারে বিক্রির জন্য নিয়ে গেছেন বলে জানা গেছে।

সেন্টমার্টিনের ডেইল পাড়ার জেলে রশিদ জানান, এই মাছ মহান আল্লাহ’র দেওয়া ঈদের হাদিয়া স্বরূপ। এই মাছ বিক্রির টাকা দিয়ে আমি স্বপরিবারে আনন্দে ঈদ করতে পারবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এ ধরনের একটি খবর আমিও শুনেছি। তবে এলাকার বাইরে অবস্থান করায় বিস্তারিত বলতে পারছিনা।

Tag :

সেন্টমার্টিনে ধরা পড়লো ১৫০ কেজির কোরাল মাছ

Update Time : ০৪:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

বিশেষ প্রতিবেদক কক্সবাজার. টেকনাফের সেন্টমার্টিনে এক জেলের জালে ১৫০ কেজির সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়েছে। স্থানীয় ভাবে এটি ভোল কোরাল নামে পরিচিত। শনিবার ভোরে সেন্টমার্টিনের জেলে রশিদ আহমদের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, ভোরে সেন্টমার্টিনের রশিদ আহমদ বঙ্গোপসাগরে পোঁপা মাছের জাল ফেলতে যায়। জাল টেনে তোলার সময় বিরাট একটি কোরাল মাছ দেখতে পেয়ে নৌকার মাঝি-মাল্লারা উল্লাসে মেতে উঠে।  মাছটি ধরে ঘাটে নিয়ে এসে ওজন করে তিন মণ ৩০ কেজি অর্থাৎ ১৫০ কেজি ওজনের হয়  বলে জানান জেলে আবছার।

মূল্যবান এবং সুস্বাদু এই মাছের প্রতি কেজির দাম আটশ টাকা ধরে এক লাখ ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। ক্রেতা মো. ইসমাঈল সওদাগর মাছটি টেকনাফ বাজারে বিক্রির জন্য নিয়ে গেছেন বলে জানা গেছে।

সেন্টমার্টিনের ডেইল পাড়ার জেলে রশিদ জানান, এই মাছ মহান আল্লাহ’র দেওয়া ঈদের হাদিয়া স্বরূপ। এই মাছ বিক্রির টাকা দিয়ে আমি স্বপরিবারে আনন্দে ঈদ করতে পারবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এ ধরনের একটি খবর আমিও শুনেছি। তবে এলাকার বাইরে অবস্থান করায় বিস্তারিত বলতে পারছিনা।