শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ঈদে বাজারে আসছে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ১৩৬ Time View

বনলতা ডেস্ক.
ঈদে নতুন নোটের প্রতি গ্রাহকদের আগ্রহ রয়েছে। এ আগ্রহের কথা মাথায় রেখেই বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার থেকে রাজধানীর বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২ শাখার মাধ্যমে নতুন নোট সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা।

করোনা ভাইরাসের মহামারির কারণে গত দুই বছর নতুন নোট বিনিময় বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় এবারে ফের নতুন নোট বিনিময় করবে ব্যাংকটি। বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হলেও ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। এবার ২৩ হাজার কোটি টাকার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকে নির্দিষ্ট সময়ে ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

আরও বলা হয়, একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। নতুন নোট মিলবে যেসব শাখায়- বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

Tag :

ঈদে বাজারে আসছে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট

Update Time : ০৭:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২

বনলতা ডেস্ক.
ঈদে নতুন নোটের প্রতি গ্রাহকদের আগ্রহ রয়েছে। এ আগ্রহের কথা মাথায় রেখেই বাজারে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার থেকে রাজধানীর বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২ শাখার মাধ্যমে নতুন নোট সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। যা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বিনিময় করতে পারবেন গ্রাহকরা।

করোনা ভাইরাসের মহামারির কারণে গত দুই বছর নতুন নোট বিনিময় বন্ধ ছিল। করোনার প্রকোপ কমে যাওয়ায় এবারে ফের নতুন নোট বিনিময় করবে ব্যাংকটি। বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হলেও ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। এবার ২৩ হাজার কোটি টাকার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। তবে আগের মতোই সমপরিমাণ পুরাতন নোট বাজার থেকে অপসারণ করা হবে।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকে নির্দিষ্ট সময়ে ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

আরও বলা হয়, একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন। নতুন নোট মিলবে যেসব শাখায়- বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে এসব নতুন নোট বিনিময় বা বিতরণ করা হবে। এছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩২টি শাখার মাধ্যমে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন।