শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদকে সামনে রেখে গুরুদাসপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ৯৩ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন।

সভায় আলোচকরা বলেন, আর কয়েকদিন পরেই মুসলিম সাম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । ঈদকে সামনে রেখে চুরি,ছিন্তাই, ডাকাতি ও মাদক কারবারিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এজন্য সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে দুবৃত্তকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন ঈদে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেয়া হয়। এছাড়া বাল্যবিবাহ, অতিরিক্ত শব্দে মাইক বাজানো, দুর্ঘনারোধে করনীয়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পরিশেষে পরস্পর একে অন্যকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা।

Tag :

ঈদকে সামনে রেখে গুরুদাসপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন।

সভায় আলোচকরা বলেন, আর কয়েকদিন পরেই মুসলিম সাম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । ঈদকে সামনে রেখে চুরি,ছিন্তাই, ডাকাতি ও মাদক কারবারিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এজন্য সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে দুবৃত্তকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন ঈদে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য পুলিশ প্রশাসনকে সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেয়া হয়। এছাড়া বাল্যবিবাহ, অতিরিক্ত শব্দে মাইক বাজানো, দুর্ঘনারোধে করনীয়সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পরিশেষে পরস্পর একে অন্যকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা।