শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জানাযা করতে যাবার পথে লাশ হলেন গুরুদাসপুরের বৃদ্ধ হাসেন শেখ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ৫১ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.  নাটোরের গুরুদাসপুরে জানাযা করতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার সকাল আনুমানিক ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায়। নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানাযায়, বিলশা এলাকায় এক আত্মীয়’র জানাযা করার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর কিছুদ্রু পরেই একটি মোড় রয়েছে। সেই মোড়ে অটোভানকে অভারটেক করতে গিয়ে পিছন থেকে ঢাক্কাদেয় এক সিএনজি। এসময় হাছেন শেখ রাস্তায় পরে গেলে সামনে থেকে বেপোরায়া গতিতে আসা ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলির চাকার নিচে পরে ঘটনাস্থলেই হাছেন শেখের শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যায়। তৎখনাত সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা আরো জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করে খরের পালা দিয়েছেন। খরের পালা দেওয়ার কারণে যানবাহন চালকরা দুরের গাড়ি গুলো দেখতে পায়না। যার কারনে প্রতি নিয়তোই ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা।

এ বিষয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দাযের করার প্রস্তুতি চলছে।

Tag :

জানাযা করতে যাবার পথে লাশ হলেন গুরুদাসপুরের বৃদ্ধ হাসেন শেখ

Update Time : ০১:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.  নাটোরের গুরুদাসপুরে জানাযা করতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ। সোমবার সকাল আনুমানিক ১১টায় ঘটনাটি ঘটেছে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায়। নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানাযায়, বিলশা এলাকায় এক আত্মীয়’র জানাযা করার জন্য অটোভ্যানে যাচ্ছিলো হাছেন শেখ। বিলশা মা জননী সেতুর কিছুদ্রু পরেই একটি মোড় রয়েছে। সেই মোড়ে অটোভানকে অভারটেক করতে গিয়ে পিছন থেকে ঢাক্কাদেয় এক সিএনজি। এসময় হাছেন শেখ রাস্তায় পরে গেলে সামনে থেকে বেপোরায়া গতিতে আসা ধান বোঝাঁই একটি ইঞ্জিন চালিত ট্রলির চাকার নিচে পরে ঘটনাস্থলেই হাছেন শেখের শরীরের বিভিন্ন স্থান ক্ষত বিক্ষত হয়ে যায়। তৎখনাত সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা আরো জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তা দখল করে খরের পালা দিয়েছেন। খরের পালা দেওয়ার কারণে যানবাহন চালকরা দুরের গাড়ি গুলো দেখতে পায়না। যার কারনে প্রতি নিয়তোই ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা।

এ বিষয় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দাযের করার প্রস্তুতি চলছে।