শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মাদক যুদ্ধে হারনামানা ওসি আব্দুল মতিন

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৯৮ Time View

প্রভাষক মোঃ মাজেম আলী মলিন.  থানায় যোগদান করেই তাঁর কৃত কর্মের মাধ্যমে আস্থা অর্জনে সুধি মহলের নজরে এসেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন। একের পর এক মাদক বিরোধি সফলতা আর বন্ধুসুলভ আচরনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বরে গুরুদাসপুর থানায় যোগদান করে ২২ মে ২০২২ পর্যন্ত ৮ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ীসহ ৫১৪ জনকে গ্রেফতার এবং ৩৬৩টি নিয়মিত মামলা করেছেন গুরুদাসপুর থানাপুলিশ।

 

থানার নথি সুত্রে জানাযায়-বিভিন্ন ধরনের জব্দ কৃত মাদকের মধ্যে হেরোইন ২৪৩ গ্রাম,গাঁজা ৪৯ কেজি ৯শ ৪১ গ্রাম,চোলাই মদ ১২হাজার ৭শ ৬১ লিটার ও ৯শ ৩৯ বোতল ফেন্সিডিল,ইয়াবা ট্যাবলেট ৩হাজার ৮শ ৮০পিচ যেগুলোর বাজার মুল্য প্রায় ৩৩ লক্ষ ৪০ হাজার ৯শ ৫০ টাকা। এছাড়া বিভিন্ন প্রকারের রৌপ্যের অলংকার ২৪ কেজি ৩শ গ্রাম যার বাজার মুল্য ২৫ লাখ ৫০হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় রুপি ১ লাখ ৯৪ হাজার ৩শ ৭০ টাকা। প্রাইভেটকার একটি ১৫লাখ, মোবাই ফোন তিনটি ৭০হাজার টাকা। মাদকসহ উদ্ধারকৃত দ্রব্যের বাজার মুল্য সর্বমোট ৭৬লাখ ৫৫হাজার ৩শ ২০ টাকা। সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি মোটর সাইকেল, ৪৫টি মোবাইল ফোন,অটোগাড়ী ১৫টি ও ভ্যান ১২টি।

ওসি মোঃ আব্দুল মতিন থানায় যোগদানের পর থেকেই নানা ক্ষেত্রে সফলতা অর্জন করে চলছেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। সামাজিক নিরাপত্তার পাশাপাশি মাদক ,জুয়া,চোরাকারবারী,সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধেও রয়েছেন আপোষহীন।

তার নেতৃত্বে গুরুদাসপুরকে মাদক,জুয়া এবং সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে টিম ওয়ার্ক করে এবং প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর মাধ্যমে শৃংখলা বজায় রেখেছেন। উপজেলার পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সদা তৎপর রয়েছে পুলিশ।

ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি আব্দুল মতিনের কর্মে যোগদানের পর ঘুরে দাঁড়িয়েছে গুরুদাসপুর থানা পুলিশ। নানা করনে ঝিমিয়ে পড়া পুলিশের সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সঙ্গে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাষ্টার বলেন, অতিতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক তৎপর। তিনি এ বিষয়ে পুলিশের কাজে জনগনকে আরোও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মোঃ আব্দুল মতিন জানান, পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকেন সেক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক, জুয়া ,সন্ত্রাস,কিশোর অপরাধ,চরি-ডাকাতি ও জঙ্গিমুক্ত সুন্দর গুরুদাসপুর গঠনে সকলকে আন্তরিকভাবে সহযোগিতার আহবান জানান।

Tag :

মাদক যুদ্ধে হারনামানা ওসি আব্দুল মতিন

Update Time : ১০:২২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

প্রভাষক মোঃ মাজেম আলী মলিন.  থানায় যোগদান করেই তাঁর কৃত কর্মের মাধ্যমে আস্থা অর্জনে সুধি মহলের নজরে এসেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন। একের পর এক মাদক বিরোধি সফলতা আর বন্ধুসুলভ আচরনের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন তিনি। ২০২১ সালের ৬ সেপ্টেম্বরে গুরুদাসপুর থানায় যোগদান করে ২২ মে ২০২২ পর্যন্ত ৮ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ীসহ ৫১৪ জনকে গ্রেফতার এবং ৩৬৩টি নিয়মিত মামলা করেছেন গুরুদাসপুর থানাপুলিশ।

 

থানার নথি সুত্রে জানাযায়-বিভিন্ন ধরনের জব্দ কৃত মাদকের মধ্যে হেরোইন ২৪৩ গ্রাম,গাঁজা ৪৯ কেজি ৯শ ৪১ গ্রাম,চোলাই মদ ১২হাজার ৭শ ৬১ লিটার ও ৯শ ৩৯ বোতল ফেন্সিডিল,ইয়াবা ট্যাবলেট ৩হাজার ৮শ ৮০পিচ যেগুলোর বাজার মুল্য প্রায় ৩৩ লক্ষ ৪০ হাজার ৯শ ৫০ টাকা। এছাড়া বিভিন্ন প্রকারের রৌপ্যের অলংকার ২৪ কেজি ৩শ গ্রাম যার বাজার মুল্য ২৫ লাখ ৫০হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় রুপি ১ লাখ ৯৪ হাজার ৩শ ৭০ টাকা। প্রাইভেটকার একটি ১৫লাখ, মোবাই ফোন তিনটি ৭০হাজার টাকা। মাদকসহ উদ্ধারকৃত দ্রব্যের বাজার মুল্য সর্বমোট ৭৬লাখ ৫৫হাজার ৩শ ২০ টাকা। সেই সাথে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি মোটর সাইকেল, ৪৫টি মোবাইল ফোন,অটোগাড়ী ১৫টি ও ভ্যান ১২টি।

ওসি মোঃ আব্দুল মতিন থানায় যোগদানের পর থেকেই নানা ক্ষেত্রে সফলতা অর্জন করে চলছেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। সামাজিক নিরাপত্তার পাশাপাশি মাদক ,জুয়া,চোরাকারবারী,সন্ত্রাস,জঙ্গিবাদের বিরুদ্ধেও রয়েছেন আপোষহীন।

তার নেতৃত্বে গুরুদাসপুরকে মাদক,জুয়া এবং সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে টিম ওয়ার্ক করে এবং প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর মাধ্যমে শৃংখলা বজায় রেখেছেন। উপজেলার পৌর এলাকাসহ ৬টি ইউনিয়নে মাদক ও জুয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সদা তৎপর রয়েছে পুলিশ।

ইউনিয়নের জনপ্রতিনিধিগণ বলছেন বর্তমান ওসি আব্দুল মতিনের কর্মে যোগদানের পর ঘুরে দাঁড়িয়েছে গুরুদাসপুর থানা পুলিশ। নানা করনে ঝিমিয়ে পড়া পুলিশের সদস্যদের মাঝে গতি ফিরিয়ে আনতে তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব পালন করছেন সততা ও দক্ষতার সঙ্গে।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাষ্টার বলেন, অতিতের যেকোন সময়ের চেয়ে বর্তমানে পুলিশের সদস্যরা মাদক, জুয়া নির্মল সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনেক তৎপর। তিনি এ বিষয়ে পুলিশের কাজে জনগনকে আরোও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মোঃ আব্দুল মতিন জানান, পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকেন সেক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক, জুয়া ,সন্ত্রাস,কিশোর অপরাধ,চরি-ডাকাতি ও জঙ্গিমুক্ত সুন্দর গুরুদাসপুর গঠনে সকলকে আন্তরিকভাবে সহযোগিতার আহবান জানান।