শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক করেছেন খালেদা জিয়া, এনজিওগ্রাম সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ৫৭ Time View

বনলতা ডেস্ক. হার্ট অ্যাটাক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতমধ্যে এনজিওগ্রাম করা হয়েছে। চলছে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা। শনিবার (১১ জুন) তার চিকিৎসায় ১০ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছে।’

করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসে বেগম জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেগম জিয়ার হৃদ্‌যন্ত্রের জটিলতার জন্য এনজিওগ্রামসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে সঙ্গে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়।

বেগম জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর, চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বেগম জিয়াকে।

২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হলো। গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন ৭৬ বয়সী বেগম খালেদা জিয়া।

Tag :

হার্ট অ্যাটাক করেছেন খালেদা জিয়া, এনজিওগ্রাম সম্পন্ন

Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

বনলতা ডেস্ক. হার্ট অ্যাটাক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতমধ্যে এনজিওগ্রাম করা হয়েছে। চলছে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা। শনিবার (১১ জুন) তার চিকিৎসায় ১০ সদস্যের গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে জানিয়ে জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছে।’

করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসে বেগম জিয়ার জন্য গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বেগম জিয়ার হৃদ্‌যন্ত্রের জটিলতার জন্য এনজিওগ্রামসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সে সঙ্গে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়।

বেগম জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর, চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে। বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে বেগম জিয়াকে।

২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হলো। গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন ৭৬ বয়সী বেগম খালেদা জিয়া।