শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মনোমুগ্ধকর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ১৯৫ Time View

বনলতা ডেস্ক. প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশ ও বৈচিত্র্যময় রাইডসের সমন্বয়ে গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park)। জনপ্রিয় এই পার্কটি ঢাকার অদূরে নরসিংদী জেলার সদর উপজেলায় পাঁচদোনার চৈতাবাত এলাকায় ৬০ একর জমির উপর নির্মিত।

বর্তমানে বাংলাদেশের একমাত্র থিম পার্ক হিসেবে পরিচিত ড্রিম হলিডে পার্কটি। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে শহরের বাস্তবিক জীবন ছেড়ে কাল্পনিক জগতে ভেসে বেড়াতে মানুষ ছুটে যাচ্ছে “ড্রিম হলিডে পার্কে”। যেখানে আপনি পাবেন ছোট-বড় একাধারে সকলের জন্য বিনোদন ব্যবস্থা ও বিভিন্ন রাইডসে চড়ার সুযোগ।

এখানে আছে ছোট-বড়দের জন্য মোট ৩০ ধরনের রাইডস। এছাড়াও আছে মধুরিমা ও মায়াবী নামের দুইটি পিকনিক স্পট। যেখানে আপনি পরিবারের সকলকে নিয়ে পিকনিকের আনন্দ আয়োজনে মেতে উঠতে পারেন। করতে পারেন বারবিকিউ পার্টি। আর এই পিকনিক স্পট এর পাশেই আছে বাংলো। তার পাশেই আছে দোতলা বাংলোর ব্যবস্থা।

সারাদিন পুরো পার্ক ঘুরে যখন আপনি তৃষ্ণায় ক্লান্ত! ঠিক তখনই শীতল পানিতে গা ভিজিয়ে আসতে চাইলে আছে সুইমিংপুল। যেখানে বন্ধুরা মিলে পানিতে সাঁতার কাটতে পারেন অনায়াসে। দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য এখানে আছে দিবা ও রাত্রি নামে দুইটি কটেজ।

প্রবেশ মূল্য ও রাইডস মূল্য
ড্রিম হলিডে পার্কে প্রবেশের জন্য টিকেট মূল্য ছোটদের জনপ্রতি ২০০ এবং বড়দের জনপ্রতি ৩০০ টাকা । আর এ টিকেট দ্বারাই আপনি পাচ্ছেন ড্রিম হলিডে পার্ক ও ড্রিম সাফারি পার্কে প্রবেশ অগ্রাধিকার।

এছাড়া ড্রিম হলিডে পার্কে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশের জন্য টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা এবং বিভিন্ন রাইডস এ চড়তে হলে টিকেট মূল্য ৫০ থেকে ৪০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

বি.দ্রঃ মুক্তিযোদ্ধা, পাবলিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, ইয়াতিম ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ একদম ফ্রি। এছাড়া স্কুল, কলেজের পিকনিক ও হতদরিদ্র মানুষের জন্য আছে বিশেষ ছাড়!

পার্কের পরিবেশ
ড্রিম হলিডে পার্কটির প্রধান ফটক দিয়ে ঢুকলেই সবার নজর কাড়ে তার কারুকার বিশিষ্ট বাহারি টাইলসগুলো। যার উপর দিয়ে হেঁটে বেড়ায় দর্শনার্থীরা। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আপনি মিশে যাবেন এক স্বপ্নময়য় ভুবনে।

পার্কে ঢুকলেই সকলের চোখে ধরা দেয় কৃত্রিম উপায়ে তৈরি অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, নাগেট ক্যাসেল, ডুপ্লেক্স কটেজ পার্কে শিশু- কিশোরদের জন্য বিভিন্ন রাইডস। সুবিশাল স্বচ্ছ পানিদ্বারা তৈরি লেক, হংস রাজ প্যাডেল, জেট ফাইটার বোট, ক্যানেল, রকিং হর্সসহ আরও অনেক কিছু।

প্রায় ৩০ প্রকার রাইডসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এয়ার বাই সাইকেল। যার মধ্যে বসে দুজন মানুষ অনায়াসে প্যাডেল চালিয়ে পার্কের উপর দিয়ে চড়ে বেড়াতে পারে। পিকনিকের আয়োজনের জন্য আছে মায়াবী ও মধুরিমা নামে দুইটি পিকনিক স্পট। আর এই মায়াবী স্পটে কৃত্রিম জলজ প্রাণীর পিঠে চড়ে আপনি পৌঁছে যাবেন রূপকথার মৎস্য কন্যার মায়াবী দানবের দেশে।

আছে রাত্রি যাপনের জন্য দিবা ও রাত্রি নামে দুইটি কটেজ। এখানে আছে ওয়াটার ওয়াল্ড। চাইলেই পরিবারের সদস্য নিয়ে নেমে যেতে পারেন এই জলের রাজ্যে। চারিদিকের এতো সব বিনোদনের ব্যবস্থা থাকায় আপনার আনন্দসীমার কমতি থাকবে না এই ড্রিম হলিডে পার্কে।

ড্রিম হলিডে পার্কের ইতিহাস ও প্রতিষ্ঠা
মূলত শিল্প কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার অদূরে নরসিংদী জেলার সদর উপজেলায় পাঁচদোনায় জমি কিনেছিলেন ফনিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। তবে সে এলাকায় গ্যাস সংযোগ না থাকার কারনে পরবর্তীতে সেখানে শিল্প কারখানা নির্মাণ করা হয়ে ওঠে নি।

শিল্প কারখানা করতে না পেরে তিনি সে জমিতে পারিবারিক ক্যানেল খনন ও অসংখ্য ফুলের গাছ রোপণ করেন। যা এক সময় বাগান বাড়ি নামে খ্যাতি অর্জন করে। এভাবেই ২০১১ সালের ৩১ শে আগস্ট মাত্র ৫ টি রাইডস নিয়ে শুরু হয় এই ড্রিম হলিডে পার্কটি। বর্তমানে ড্রিম হলিডে পার্কে দেশি ও বিদেশি প্রকৌশল দ্বারা মোট ৬০ একর জায়গার উপর প্রায় ৩০ টি রাইডস স্থাপন করা হয়েছে।

টিকেট কাটা, খোলা ও বন্ধের সময় সূচি
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে দর্শনার্থীদের উদ্দেশ্যে ড্রিম হলিডে পার্ক খোলা থাকে। আর শিশু, প্রতিবন্দী ও মুক্তিযোদ্ধাদের কোন টিকেট লাগেনা ।

Tag :

মনোমুগ্ধকর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক

Update Time : ০৬:৩৬:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

বনলতা ডেস্ক. প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশ ও বৈচিত্র্যময় রাইডসের সমন্বয়ে গড়ে উঠেছে ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park)। জনপ্রিয় এই পার্কটি ঢাকার অদূরে নরসিংদী জেলার সদর উপজেলায় পাঁচদোনার চৈতাবাত এলাকায় ৬০ একর জমির উপর নির্মিত।

বর্তমানে বাংলাদেশের একমাত্র থিম পার্ক হিসেবে পরিচিত ড্রিম হলিডে পার্কটি। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে শহরের বাস্তবিক জীবন ছেড়ে কাল্পনিক জগতে ভেসে বেড়াতে মানুষ ছুটে যাচ্ছে “ড্রিম হলিডে পার্কে”। যেখানে আপনি পাবেন ছোট-বড় একাধারে সকলের জন্য বিনোদন ব্যবস্থা ও বিভিন্ন রাইডসে চড়ার সুযোগ।

এখানে আছে ছোট-বড়দের জন্য মোট ৩০ ধরনের রাইডস। এছাড়াও আছে মধুরিমা ও মায়াবী নামের দুইটি পিকনিক স্পট। যেখানে আপনি পরিবারের সকলকে নিয়ে পিকনিকের আনন্দ আয়োজনে মেতে উঠতে পারেন। করতে পারেন বারবিকিউ পার্টি। আর এই পিকনিক স্পট এর পাশেই আছে বাংলো। তার পাশেই আছে দোতলা বাংলোর ব্যবস্থা।

সারাদিন পুরো পার্ক ঘুরে যখন আপনি তৃষ্ণায় ক্লান্ত! ঠিক তখনই শীতল পানিতে গা ভিজিয়ে আসতে চাইলে আছে সুইমিংপুল। যেখানে বন্ধুরা মিলে পানিতে সাঁতার কাটতে পারেন অনায়াসে। দর্শনার্থীদের রাত্রি যাপনের জন্য এখানে আছে দিবা ও রাত্রি নামে দুইটি কটেজ।

প্রবেশ মূল্য ও রাইডস মূল্য
ড্রিম হলিডে পার্কে প্রবেশের জন্য টিকেট মূল্য ছোটদের জনপ্রতি ২০০ এবং বড়দের জনপ্রতি ৩০০ টাকা । আর এ টিকেট দ্বারাই আপনি পাচ্ছেন ড্রিম হলিডে পার্ক ও ড্রিম সাফারি পার্কে প্রবেশ অগ্রাধিকার।

এছাড়া ড্রিম হলিডে পার্কে ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশের জন্য টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা এবং বিভিন্ন রাইডস এ চড়তে হলে টিকেট মূল্য ৫০ থেকে ৪০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

বি.দ্রঃ মুক্তিযোদ্ধা, পাবলিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, ইয়াতিম ও প্রতিবন্ধীদের জন্য প্রবেশ একদম ফ্রি। এছাড়া স্কুল, কলেজের পিকনিক ও হতদরিদ্র মানুষের জন্য আছে বিশেষ ছাড়!

পার্কের পরিবেশ
ড্রিম হলিডে পার্কটির প্রধান ফটক দিয়ে ঢুকলেই সবার নজর কাড়ে তার কারুকার বিশিষ্ট বাহারি টাইলসগুলো। যার উপর দিয়ে হেঁটে বেড়ায় দর্শনার্থীরা। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে আপনি মিশে যাবেন এক স্বপ্নময়য় ভুবনে।

পার্কে ঢুকলেই সকলের চোখে ধরা দেয় কৃত্রিম উপায়ে তৈরি অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি, নাগেট ক্যাসেল, ডুপ্লেক্স কটেজ পার্কে শিশু- কিশোরদের জন্য বিভিন্ন রাইডস। সুবিশাল স্বচ্ছ পানিদ্বারা তৈরি লেক, হংস রাজ প্যাডেল, জেট ফাইটার বোট, ক্যানেল, রকিং হর্সসহ আরও অনেক কিছু।

প্রায় ৩০ প্রকার রাইডসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এয়ার বাই সাইকেল। যার মধ্যে বসে দুজন মানুষ অনায়াসে প্যাডেল চালিয়ে পার্কের উপর দিয়ে চড়ে বেড়াতে পারে। পিকনিকের আয়োজনের জন্য আছে মায়াবী ও মধুরিমা নামে দুইটি পিকনিক স্পট। আর এই মায়াবী স্পটে কৃত্রিম জলজ প্রাণীর পিঠে চড়ে আপনি পৌঁছে যাবেন রূপকথার মৎস্য কন্যার মায়াবী দানবের দেশে।

আছে রাত্রি যাপনের জন্য দিবা ও রাত্রি নামে দুইটি কটেজ। এখানে আছে ওয়াটার ওয়াল্ড। চাইলেই পরিবারের সদস্য নিয়ে নেমে যেতে পারেন এই জলের রাজ্যে। চারিদিকের এতো সব বিনোদনের ব্যবস্থা থাকায় আপনার আনন্দসীমার কমতি থাকবে না এই ড্রিম হলিডে পার্কে।

ড্রিম হলিডে পার্কের ইতিহাস ও প্রতিষ্ঠা
মূলত শিল্প কারখানা প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকার অদূরে নরসিংদী জেলার সদর উপজেলায় পাঁচদোনায় জমি কিনেছিলেন ফনিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। তবে সে এলাকায় গ্যাস সংযোগ না থাকার কারনে পরবর্তীতে সেখানে শিল্প কারখানা নির্মাণ করা হয়ে ওঠে নি।

শিল্প কারখানা করতে না পেরে তিনি সে জমিতে পারিবারিক ক্যানেল খনন ও অসংখ্য ফুলের গাছ রোপণ করেন। যা এক সময় বাগান বাড়ি নামে খ্যাতি অর্জন করে। এভাবেই ২০১১ সালের ৩১ শে আগস্ট মাত্র ৫ টি রাইডস নিয়ে শুরু হয় এই ড্রিম হলিডে পার্কটি। বর্তমানে ড্রিম হলিডে পার্কে দেশি ও বিদেশি প্রকৌশল দ্বারা মোট ৬০ একর জায়গার উপর প্রায় ৩০ টি রাইডস স্থাপন করা হয়েছে।

টিকেট কাটা, খোলা ও বন্ধের সময় সূচি
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টার মধ্যে দর্শনার্থীদের উদ্দেশ্যে ড্রিম হলিডে পার্ক খোলা থাকে। আর শিশু, প্রতিবন্দী ও মুক্তিযোদ্ধাদের কোন টিকেট লাগেনা ।