শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে নেমে কুমিরের পেটে আট বছরের শিশু!

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ৭১ Time View

অনলাইন ডেস্ক. ভারতের মধ্যপ্রদেশে সোমবার নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের এক শিশু। বিশালাকার এক কুমির তাকে গিলে খেল। মধ্যপ্রদেশের শেওপুরে চম্বল নদীতে গোসল করতে নেমেছিল শিশুটি। পরে জাল দিয়ে কুমিরকে ধরলেন স্থানীয়রা। খবর দ্য কোস্ট নিউজ ও আনন্দবাজার পত্রিকার।

সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামা শিশুটিকে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখামাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তার পর টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন। কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে— এ দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন কর্মকর্তারা।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।

Tag :

নদীতে গোসল করতে নেমে কুমিরের পেটে আট বছরের শিশু!

Update Time : ১১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

অনলাইন ডেস্ক. ভারতের মধ্যপ্রদেশে সোমবার নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের এক শিশু। বিশালাকার এক কুমির তাকে গিলে খেল। মধ্যপ্রদেশের শেওপুরে চম্বল নদীতে গোসল করতে নেমেছিল শিশুটি। পরে জাল দিয়ে কুমিরকে ধরলেন স্থানীয়রা। খবর দ্য কোস্ট নিউজ ও আনন্দবাজার পত্রিকার।

সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামা শিশুটিকে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখামাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তার পর টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন। কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে— এ দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন পুলিশ ও বন কর্মকর্তারা।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।

রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।