শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করে, নিজেই মামলার বাদি বাবা !

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৯০ Time View

বিশেষ প্রতিবেদক রংপুর. রংপুরের পীরগাছায় তরুণী লিপি বেগম (২৫) হত্যার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মামলার বাদী লিপি’র বাবা রফিকুল ইসলামই হত্যাকাণ্ডের আসামি। এ নিয়ে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তির বরাত দিয়ে মঙ্গলবার পুলিশ জানায়, ‘বিবাহবিচ্ছেদের পর লিপি বাবার বাড়ি পীরগাছার অনন্তরাম বড়বাড়ীতে বসবাস শুরু করেন। এ সময় লিপি নেশা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ নিয়ে অনেক সালিশ হয়। গত কোরবানি ঈদে ঢাকা থেকে রফিকুল বাড়িতে এসে জানতে পারে মেয়ে লিপি গর্ভবতী। এটি জেনে দিশেহারা হয়ে পড়েন রফিকুল।’

‘২২ জুলাই রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় পা দিয়ে গলা চেপে ধরে লিপিকে হত্যা করেন বাবা। এরপর সেই লাশ রাতেই পাশের ধানখেতে পুঁতে রাখেন। এর দু’দিন পর প্রতিবেশীরা লাশের সন্ধান পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সেই লাশ আরও দূরে পুঁতে রাখেন রফিকুল। এরপর ২৬ জুলাই রফিকুল পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন।’

জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, বিষয়টি অনেক স্পর্শকাতর ও ক্লুলেস মামলা ছিল। লিপি হত্যার দায়ে মামলার বাদী বাবা রফিকুলকে অনেক পরিকল্পনা করে আমরা গ্রেপ্তার করেছি। লিপিকে হত্যা ও লাশ গুমে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। রফিকুল স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই দুপুরে অনন্তরাম বড়বাড়ী এলাকার সেলিম সরকারের আবাদি জমির ওপর বৈদ্যুতিক পিলারের গোঁড়ার ২ ফুট নিচ থেকে লিপি বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিপির বাবা রফিকুল ইসলাম ২৬ জুলাই বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় উল্লেখ করা হয়, ২২ জুলাই লিপি বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় অজ্ঞাতব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লিপি বেগমকে হত্যা করে লাশ গুম করার জন্য মাটির নিচে পুঁতে রাখে। লিপি বেগমের বাবা রফিকুল ইসলাম ঢাকায় ভ্যান চালাত এবং সেই সূত্রে মেয়ে লিপিও ঢাকা এবং রংপুরে অবস্থান করত।

Tag :

অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করে, নিজেই মামলার বাদি বাবা !

Update Time : ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২

বিশেষ প্রতিবেদক রংপুর. রংপুরের পীরগাছায় তরুণী লিপি বেগম (২৫) হত্যার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মামলার বাদী লিপি’র বাবা রফিকুল ইসলামই হত্যাকাণ্ডের আসামি। এ নিয়ে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তির বরাত দিয়ে মঙ্গলবার পুলিশ জানায়, ‘বিবাহবিচ্ছেদের পর লিপি বাবার বাড়ি পীরগাছার অনন্তরাম বড়বাড়ীতে বসবাস শুরু করেন। এ সময় লিপি নেশা ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। এ নিয়ে অনেক সালিশ হয়। গত কোরবানি ঈদে ঢাকা থেকে রফিকুল বাড়িতে এসে জানতে পারে মেয়ে লিপি গর্ভবতী। এটি জেনে দিশেহারা হয়ে পড়েন রফিকুল।’

‘২২ জুলাই রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় পা দিয়ে গলা চেপে ধরে লিপিকে হত্যা করেন বাবা। এরপর সেই লাশ রাতেই পাশের ধানখেতে পুঁতে রাখেন। এর দু’দিন পর প্রতিবেশীরা লাশের সন্ধান পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সেই লাশ আরও দূরে পুঁতে রাখেন রফিকুল। এরপর ২৬ জুলাই রফিকুল পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন।’

জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, বিষয়টি অনেক স্পর্শকাতর ও ক্লুলেস মামলা ছিল। লিপি হত্যার দায়ে মামলার বাদী বাবা রফিকুলকে অনেক পরিকল্পনা করে আমরা গ্রেপ্তার করেছি। লিপিকে হত্যা ও লাশ গুমে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। রফিকুল স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২২ জুলাই দুপুরে অনন্তরাম বড়বাড়ী এলাকার সেলিম সরকারের আবাদি জমির ওপর বৈদ্যুতিক পিলারের গোঁড়ার ২ ফুট নিচ থেকে লিপি বেগমের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিপির বাবা রফিকুল ইসলাম ২৬ জুলাই বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় উল্লেখ করা হয়, ২২ জুলাই লিপি বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় অজ্ঞাতব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে লিপি বেগমকে হত্যা করে লাশ গুম করার জন্য মাটির নিচে পুঁতে রাখে। লিপি বেগমের বাবা রফিকুল ইসলাম ঢাকায় ভ্যান চালাত এবং সেই সূত্রে মেয়ে লিপিও ঢাকা এবং রংপুরে অবস্থান করত।