শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ৫২ Time View

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.  নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিধি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

সভায় এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসিম কুমার পাল এবং পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি জগ বর্মণ ও সাধারণ সম্পাদক সুজিত সরকার, নিখিল চন্দ্র হালদার, অশোক কুমার দাম, অতুল কুমার বাগচী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এ কথা মুখে বললে চলবেনা। এখনো দেশে কিছু সাম্প্রদায়িক শক্তি রয়েছে যাদের ছত্রছাঁয়ার বিভিন্ন জায়গায় অপকর্ম  চলছে। বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিশেষ করে বিএনপি ও জাতীয় পার্টির সময়  পাকিস্তানী প্রেতাত্বাদের দেশের বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন সেটা প্রশাসন থেকে শুরু করে রাজনীতিতে ও রয়েছেন। তাই যে কোন ধর্মীয় উৎসবে এরা হামলা চালায়। মুলত এদের কোন ধর্ম নেই। ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার। এ সময় তিনি সকল কর্মকর্তা দলীয় নেতা কর্মী ও সনাতন ধর্মাবলীদের সর্তক থাকার পরামর্শ দেন।

ইউএনও তমাল হোসেন বলেন, উপজেলায় এ বছর ৩১টি পূজা মন্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি পুজা মন্ডপে মনিটরিং কমিটি থাকবে। এছাড়া রভার্স স্কাউট,গ্রামপুলিশ, আনসার ভিডিপিসহ পুলিশ প্রশাসন এক সাথে কাজ করবে।

এছাড়াও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান শকিল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সরকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ, ডিজিএম (পবিস) আব্দুর রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুসি খাতুন, পিআইও মোঃ আঃ হান্নান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

Tag :

গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.  নাটোরের গুরুদাসপুরে শারদীয় দুর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুদাসপুর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিধি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

সভায় এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসিম কুমার পাল এবং পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি জগ বর্মণ ও সাধারণ সম্পাদক সুজিত সরকার, নিখিল চন্দ্র হালদার, অশোক কুমার দাম, অতুল কুমার বাগচী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ এ কথা মুখে বললে চলবেনা। এখনো দেশে কিছু সাম্প্রদায়িক শক্তি রয়েছে যাদের ছত্রছাঁয়ার বিভিন্ন জায়গায় অপকর্ম  চলছে। বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিশেষ করে বিএনপি ও জাতীয় পার্টির সময়  পাকিস্তানী প্রেতাত্বাদের দেশের বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন সেটা প্রশাসন থেকে শুরু করে রাজনীতিতে ও রয়েছেন। তাই যে কোন ধর্মীয় উৎসবে এরা হামলা চালায়। মুলত এদের কোন ধর্ম নেই। ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার। এ সময় তিনি সকল কর্মকর্তা দলীয় নেতা কর্মী ও সনাতন ধর্মাবলীদের সর্তক থাকার পরামর্শ দেন।

ইউএনও তমাল হোসেন বলেন, উপজেলায় এ বছর ৩১টি পূজা মন্ডপে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিটি পুজা মন্ডপে মনিটরিং কমিটি থাকবে। এছাড়া রভার্স স্কাউট,গ্রামপুলিশ, আনসার ভিডিপিসহ পুলিশ প্রশাসন এক সাথে কাজ করবে।

এছাড়াও প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান শকিল, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, সরকারী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ, ডিজিএম (পবিস) আব্দুর রশিদ, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুসি খাতুন, পিআইও মোঃ আঃ হান্নান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।