শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজশাহীতে মসজিদ নির্মাণে চাঁদাবাজি, চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • ৪৬ Time View

বিশেষ প্রতিবেদক রাজশাহী. রাজশাহীর পুঠিয়ায় মডেল মসজিদ নির্মাণকাজে চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় সাকলায়েন অমি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সাকলায়েন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। গত মঙ্গলবার রাতে উপজেলার বানেশ্বর বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ ৭ জন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদের ম্যানেজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করে।

একপর্যায়ে ম্যানেজার আনোয়ারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে সেখানকার শ্রমিকরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গত শনিবার (২২ অক্টোবর) আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় পুঠিয়া থানা পুলিশ অমিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

রাজশাহীতে মসজিদ নির্মাণে চাঁদাবাজি, চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

Update Time : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিশেষ প্রতিবেদক রাজশাহী. রাজশাহীর পুঠিয়ায় মডেল মসজিদ নির্মাণকাজে চাঁদাবাজির অভিযোগে হওয়া মামলায় সাকলায়েন অমি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সাকলায়েন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে। গত মঙ্গলবার রাতে উপজেলার বানেশ্বর বাজারের ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালমের ছেলেসহ ৭ জন পুঠিয়া উপজেলা পরিষদের চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদের ম্যানেজার আনোয়ার হোসেনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় ম্যানেজার আনোয়ার হোসেন চাঁদা দিতে অস্বীকার করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর শুরু করে।

একপর্যায়ে ম্যানেজার আনোয়ারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে সেখানকার শ্রমিকরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় গত শনিবার (২২ অক্টোবর) আনোয়ার হোসেন বাদী হয়ে পুঠিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় পুঠিয়া থানা পুলিশ অমিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।