শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাগাতিপাড়ায় খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪ Time View

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.নাটোরের বাগাতিপাড়ায় কাঁচা খেজুরের রস খাওয়ার নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়াম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সিয়াম উপজেলার করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন জানান, গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর সিয়াম অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৩০ জানুয়ারি) তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইইডিসিআরের ৬ সদস্যের প্রতিনিধি দল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন।

Tag :
Popular Post

বাগাতিপাড়ায় খেজুরের রস খেয়ে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি.নাটোরের বাগাতিপাড়ায় কাঁচা খেজুরের রস খাওয়ার নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়াম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সিয়াম উপজেলার করমদোশী গ্রামের কৃষক কামরুল ইসলামের ছেলে এবং সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন জানান, গত রোববার (২৯ জানুয়ারি) কাঁচা খেজুরের রস খাওয়ার পর সিয়াম অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন (৩০ জানুয়ারি) তার মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, সিয়ামের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে তার নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইইডিসিআরের ৬ সদস্যের প্রতিনিধি দল ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ সরেজমিন গিয়ে পরিদর্শন করেছেন।