বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে: তসলিমা নাসরিন

  • Reporter Name
  • Update Time : ০৯:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৭১ Time View

বনলতা ডেস্ক. নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করে তার ‘হিপ জয়েন্ট’ বাদ দিয়েছেন চিকিৎসক। সার্জনের ‘ভুল’ চিকিৎসায় তিনি পঙ্গু হতে চলেছেন বলে দাবি করেছেন তসলিমা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে চিকিৎসকের ওপর ক্ষোভ ঝেড়েছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়া এ লেখিকা। শুক্রবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া তার সবশেষ পোস্টে জীবন নিয়ে আক্ষেপ করেছেন তিনি। পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘সবকিছুকে অর্থহীন মনে হচ্ছে। বাড়িগাড়ি, বাসন-কোসন, বইপত্র। জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে। জীবন তো আসলে অর্থহীনই। আমরা জন্ম নিই, কিছুকাল পর চলে যাই। আমাদের কারও থাকায় বা না-থাকায় পৃথিবীর কিছু আসে যায় না। বিশ্ব-ব্রহ্মাণ্ডের তো একেবারেই না। তারপরও জীবন জীবন করে আমরা অস্থির। যে করেই হোক একটুখানি বাঁচতে চাই। একটুখানি বেশি।’

Tag :

জীবনটাকে অর্থহীন মনে হচ্ছে: তসলিমা নাসরিন

Update Time : ০৯:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

বনলতা ডেস্ক. নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর অস্ত্রোপচার করে তার ‘হিপ জয়েন্ট’ বাদ দিয়েছেন চিকিৎসক। সার্জনের ‘ভুল’ চিকিৎসায় তিনি পঙ্গু হতে চলেছেন বলে দাবি করেছেন তসলিমা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে চিকিৎসকের ওপর ক্ষোভ ঝেড়েছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়া এ লেখিকা। শুক্রবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে দেওয়া তার সবশেষ পোস্টে জীবন নিয়ে আক্ষেপ করেছেন তিনি। পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

‘সবকিছুকে অর্থহীন মনে হচ্ছে। বাড়িগাড়ি, বাসন-কোসন, বইপত্র। জীবনটাকেই অর্থহীন মনে হচ্ছে। জীবন তো আসলে অর্থহীনই। আমরা জন্ম নিই, কিছুকাল পর চলে যাই। আমাদের কারও থাকায় বা না-থাকায় পৃথিবীর কিছু আসে যায় না। বিশ্ব-ব্রহ্মাণ্ডের তো একেবারেই না। তারপরও জীবন জীবন করে আমরা অস্থির। যে করেই হোক একটুখানি বাঁচতে চাই। একটুখানি বেশি।’