শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আবারো পেছালো পরী মণির যৌন হয়রানির মামলার সাক্ষ্য

  • Reporter Name
  • Update Time : ০৬:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • ৮ Time View

বিনোদন প্রতিবেদক. পরী মণির করা মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত। সোমবার (৬ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে এদিন পরী মণি সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হননি। তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের পরবর্তী এ তারিখ ধার্য করেন। গত বছর ২৯ নভেম্বর পরী মণি এ মামলায় সাক্ষ্য দেন।

 

মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন। গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরী মণি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।

Tag :
Popular Post

আবারো পেছালো পরী মণির যৌন হয়রানির মামলার সাক্ষ্য

Update Time : ০৬:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

বিনোদন প্রতিবেদক. পরী মণির করা মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত। সোমবার (৬ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে এদিন পরী মণি সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হননি। তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের পরবর্তী এ তারিখ ধার্য করেন। গত বছর ২৯ নভেম্বর পরী মণি এ মামলায় সাক্ষ্য দেন।

 

মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন। গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরী মণি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।