মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক আব্দুল কুদ্দুস এর জীবনি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ১৯৫ Time View

পর্ব- ১

মো: মাজেম আলী মলিন. 

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিলসা গ্রামে জন্মগ্রহণ করেন। মো. আব্দুল কুদ্দুস রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ সম্পন্ন করেছেন।

১৯৬৮-৭২ সাল পর্যন্ত বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থানে ছিলেন বৃহত্তর রাজশাহী জেলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি। তিনি বৃহত্তর রাজশাহী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তৎকালীন শাসক গোষ্ঠী রাজশাহী জেলায় প্রথম গ্রেফতার করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে। কারাগারে থাকা অবস্থায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুক্তিযোদ্ধা তিনি। ১৯৮২-৮৬ পর্যন্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী মহানগর গঠিত হলে ১৯৮৬-১৯৯০ পর্যন্ত তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার নির্বাচনী এলাকা ৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর)।

চলবে —-

Tag :
About Author Information

Daily Banalata

অধ্যাপক আব্দুল কুদ্দুস এর জীবনি

Update Time : ০৭:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

পর্ব- ১

মো: মাজেম আলী মলিন. 

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের বিলসা গ্রামে জন্মগ্রহণ করেন। মো. আব্দুল কুদ্দুস রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ সম্পন্ন করেছেন।

১৯৬৮-৭২ সাল পর্যন্ত বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থানে ছিলেন বৃহত্তর রাজশাহী জেলা ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি। তিনি বৃহত্তর রাজশাহী অঞ্চলের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তৎকালীন শাসক গোষ্ঠী রাজশাহী জেলায় প্রথম গ্রেফতার করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে। কারাগারে থাকা অবস্থায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মুক্তিযোদ্ধা তিনি। ১৯৮২-৮৬ পর্যন্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

রাজশাহী মহানগর গঠিত হলে ১৯৮৬-১৯৯০ পর্যন্ত তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার নির্বাচনী এলাকা ৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর)।

চলবে —-