গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার বিকালে গুরুদাসপুর উপজেলা শহীদ মিনার চত্বরে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর-বড়াইগ্রামের সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান। নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোরতুজা বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন সাবেক যুব মহিলা লীগের সহ সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম বিপ্লব,যুগ্ম সম্পাদক রেউল করিম সবুজ প্রমুখ। জাতীয় সংগীত,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরান থেকে তেলোয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
বক্তারা বলেন, কিছু দিনের মধ্যেই উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি করা হবে। নতুন কমিটির সবাইকে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান। এছাড়া আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সকল উন্নয়ন তুলে ধরে তৃর্ণমুলে সাধারণ মানুষের মাঝে প্রচার প্রচারণা করা এবং সকল প্রকার প্রপাগান্ডা থেকে বিরত থাকার আহবান জানান। সেই সাথে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের আহবান জানান নেতারা।
নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের সাথে পরিচিত , ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়। নিজ দলের পক্ষে কাজ করার আহবান জানান প্রধান অতিথি ও প্রধান বক্তা। এসময় উপজেলা আওয়ামী লীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।