নাটোরের গুরুদাসপুরে তৃণমূল পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয়ের আয়োজনে অবহিতকরণ ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন বাস্তবায়নে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়। উক্ত সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে লাগসই প্রযুক্তির যথাযথ ব্যবহার ও তাঁর সুফল তুলে ধরেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক প্রিন্সিপাল অফিসার ড.আহসান হাবীব ও সাইন্টিফিক অফিসার জসীম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অফিসার মোঃ শহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম, গণ্যমাধ্যমকর্মী,বীরমুক্তিযোদ্ধাগণ ও সকল বিভাগের উপজেলা কর্মকর্তাগণ।
পরে দুইদিন ব্যাপি উপজেলা স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১৫টি স্টল পরিদর্শন করেন ইউএনও ও সম্মানিত অতিথিবৃন্দ।