শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বেড়ায় উ‌দ্যোক্তা উন্নয়ন কর্মশালা‌ অনুষ্ঠিত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রকল্পের প্রা‌ণিসম্পদ খাতের মাধ্যমে প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) কর্তৃক বাস্তবায়িত বেড়া শাখার আওতায় পাবনা জেলার বেড়া পৌরসভায় শাহপাড়া গ্রামে উ‌দ্যোক্তা উন্নয়ন কর্মশালা ৬ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রা‌ণিসম্পদ অধিদপ্তরের, বেড়া উপজেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপ‌স্থি‌ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থি‌ত ছিলেন সা‌থিয়া উপ‌জেলার প্রা‌ণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: ফারুক মিয়া; বেড়া উপ‌জেলার ভে‌টে‌রিনা‌রি সার্জন ডা: মো: আসাদুজ্জামান; প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি), ক্ষুদ্র ঋণ কর্মসূচীর এমএফ চীফ কো-অ‌র্ডিনেটর রকিবুল ইসলাম; প্রোগ্রাম কো-অ‌র্ডিনেটর মো: আব্দুল মান্নান; রি‌জিওনাল কো-অ‌র্ডিনেটর মো: সা‌দেক আলী; সম‌ন্বি‌ত কৃ‌ষি ইউ‌নি‌টের ফোকাল পারসর্ন মো: মামুনুর রহমান; বেড়া শাখার শাখা ব‌্যবস্থাপক মো: আ‌মিনুল ইসলাম সহ শাখার অন‌্যান‌্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অ‌তি‌থি তার বক্ত‌্যবে উ‌দ্যোক্তা‌দের উৎসা‌হিমূলক দিক নি‌র্দেশনা দেন ও সংস্থার কার্যক্রম‌কে সাধুবাদ জানান। এছাড়াও খামারী‌দের ভিতর নারী উ‌দ্যোক্তা মোছা: রেশমা খাতুন তার সফল উ‌দ্যোক্তা হওয়ার পিছ‌নের গল্প সবার নিকট উপস্থাপন ক‌রেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন সংশ্লিষ্ট সংস্থার প্রা‌ণিসম্পদ কর্মকর্তা মো: রা‌ফি আলম ও সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মো ফয়সাল আহমেদ।সমন্বিত কৃষি ইউনিটের সংশ্লিষ্ট কৃ‌ষি কর্মকর্তা, সহকারী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা সহ ৩৫ জন অংশগ্রহণকারী উপ‌স্থি‌ত ছি‌লেন।

Tag :
About Author Information

Daily Banalata

বেড়ায় উ‌দ্যোক্তা উন্নয়ন কর্মশালা‌ অনুষ্ঠিত

Update Time : ০৭:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রকল্পের প্রা‌ণিসম্পদ খাতের মাধ্যমে প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি) কর্তৃক বাস্তবায়িত বেড়া শাখার আওতায় পাবনা জেলার বেড়া পৌরসভায় শাহপাড়া গ্রামে উ‌দ্যোক্তা উন্নয়ন কর্মশালা ৬ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রা‌ণিসম্পদ অধিদপ্তরের, বেড়া উপজেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপ‌স্থি‌ত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থি‌ত ছিলেন সা‌থিয়া উপ‌জেলার প্রা‌ণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: ফারুক মিয়া; বেড়া উপ‌জেলার ভে‌টে‌রিনা‌রি সার্জন ডা: মো: আসাদুজ্জামান; প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট (পিপিডি), ক্ষুদ্র ঋণ কর্মসূচীর এমএফ চীফ কো-অ‌র্ডিনেটর রকিবুল ইসলাম; প্রোগ্রাম কো-অ‌র্ডিনেটর মো: আব্দুল মান্নান; রি‌জিওনাল কো-অ‌র্ডিনেটর মো: সা‌দেক আলী; সম‌ন্বি‌ত কৃ‌ষি ইউ‌নি‌টের ফোকাল পারসর্ন মো: মামুনুর রহমান; বেড়া শাখার শাখা ব‌্যবস্থাপক মো: আ‌মিনুল ইসলাম সহ শাখার অন‌্যান‌্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অ‌তি‌থি তার বক্ত‌্যবে উ‌দ্যোক্তা‌দের উৎসা‌হিমূলক দিক নি‌র্দেশনা দেন ও সংস্থার কার্যক্রম‌কে সাধুবাদ জানান। এছাড়াও খামারী‌দের ভিতর নারী উ‌দ্যোক্তা মোছা: রেশমা খাতুন তার সফল উ‌দ্যোক্তা হওয়ার পিছ‌নের গল্প সবার নিকট উপস্থাপন ক‌রেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন সংশ্লিষ্ট সংস্থার প্রা‌ণিসম্পদ কর্মকর্তা মো: রা‌ফি আলম ও সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মো ফয়সাল আহমেদ।সমন্বিত কৃষি ইউনিটের সংশ্লিষ্ট কৃ‌ষি কর্মকর্তা, সহকারী কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা সহ ৩৫ জন অংশগ্রহণকারী উপ‌স্থি‌ত ছি‌লেন।