শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আট বছর প্রেমের পর বিয়ে, ২ বছর না যেতেই সংসারে ভাঙন

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।বিয়ের ঠিক চার মাস পরে জমজ দুই পুত্রের বাবা-মা হন এই তারকা জুটি। তবে বিয়ের দুই বছর না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন।

তারকা জুটির সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে নয়নতারার সাম্প্রতিক স্ট্যাটাসে। সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেন নয়নতারা।

শুধু আনফলো করাই নয়, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে এ লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ।

Tag :
About Author Information

Daily Banalata

Popular Post

বসন্ত মানেই রক্তিম পাপড়ির মাঝে ছড়িয়ে থাকা এক নিঃশব্দ কবিতার গল্প!

আট বছর প্রেমের পর বিয়ে, ২ বছর না যেতেই সংসারে ভাঙন

Update Time : ০৭:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা।বিয়ের ঠিক চার মাস পরে জমজ দুই পুত্রের বাবা-মা হন এই তারকা জুটি। তবে বিয়ের দুই বছর না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন।

তারকা জুটির সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে নয়নতারার সাম্প্রতিক স্ট্যাটাসে। সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেন নয়নতারা।

শুধু আনফলো করাই নয়, অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে এ লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ অভিনেত্রীর এই স্ট্যাটাস ঘিরেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ।