নাটোরের গুরুদাসপুরে ব্র্যাক এনজিও’র আলট্রা-পিওর গ্রাজুয়েশন প্রোগ্রামের সদস্যভুক্ত গ্রামীণ হতদরিদ্র ১৫ পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে। ১১মে, শনিবার দুপুর ২টার দিকে এ উপলক্ষ্যে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশা গ্রামে স্কুল সংলগ্ন এক মাঠে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান, ইউএনও মোছা. সালমা আক্তার, খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন ও জেলার ব্র্যাক সমন্বায়ক মাহফুজুর রহমান।
সভা শেষে প্রধান অতিথি সদস্যদের হাতে গরু তুলে দেন। পরে উপজেলা ব্যাক এনজিও’র আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন করেন তিনি। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শন শেষে প্রধান অতিথি এনজিও ব্যুরো’র মহাপরিচালক মো. সাইদুর রহমান বলেন, গ্রামীণ হতদরিদ্রদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন এনজিও সংস্থা কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম ব্র্যাক এনজিও। এনজিও’র আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের মাধ্যমে গ্রামীণ হতদরিদ্র পরিবারকে শনাক্ত করার কৌশল। তাদের পরিবারে সচ্ছলতা ও স্বাবলম্বী করতে গরু বিতরণ আমাকে অভিভূত করেছে। তাদের এ কার্যক্রম আরও গতিশীল ও বজায় থাকুক এই প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার ডিএম মোতারফ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার ব্যাক ইউ পিজি মকলেছুর রহমান, ব্যাক ইউ পিজি প্রোগ্রাম কর্মকর্তা সাদিকুল ইসলাম ও জোনাল ব্র্যাক ম্যানেজার আব্দুল রহিমসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ।