পাবনা জেলার সাঁথিয়ার পার করমজা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে সাঁথিয়া থানা পুলিশ । ঐ দিনই সাঁথিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আরও ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১০ মে শুক্রবার বিকাল ৫টার দিকে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পার-করমজা ইটভাটার খোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর নির্দেশক্রমে এস,আই মো.একরামুল ও সঙ্গীয় ফোর্সসহ করমজা ইউনিয়নের সরদার পারা গ্রামের হকাই এর ছেলে সুমন (২৮) কে ৭ গ্রাম হেরোইন সহ আটক করনে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকালে পার-করমজা ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন সহ সুমনকে আটক করা হয়েছে। আটককৃত সুমন পুলিশের জেরায় আরও কয়েকজন মাদক ব্যবসায়ির নাম বলেছে। তাদের ধরতেও অভিযান চলছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।