বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তার পাশে পড়ে ছিল পিস্তলসহ ১১ রাউন্ড গুলি

নাটোরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাতে শহরের স্টেশনের কারবালা মোড় এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আশফাকুল ইসলাম নামের এক ব্যক্তির নামে অস্ত্রটি লাইসেন্স করা। পেশায় ঠিকাদার এই ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। গত ৫ অগাস্ট সন্ত্রাসী কায়দায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন আশফাকুল। স্থানীদের কাছে খবর পেয়ে রোববার রাতে ১১ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে সদর থানায় আনা হয়।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গত ১৪ অগাস্ট সদর থানায় ই-মেইল করে ‘পিস্তলটি হারিয়ে গেছে’ জানিয়ে একটি জিডি করেন আশফাকুল। তিনি জানিয়েছেন, পিস্তলের সঙ্গে ৫০ রাউন্ড গুলি ছিল। যেহেতু ১১ রাউন্ড গুলিসহ পিস্তলটি পাওয়া গেছে এবং আরও ৩৯ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। তাই এ বিষয়ে তদন্ত করে মামলা হবে।”

Tag :
About Author Information

Daily Banalata

রাস্তার পাশে পড়ে ছিল পিস্তলসহ ১১ রাউন্ড গুলি

Update Time : ০৭:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

নাটোরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাতে শহরের স্টেশনের কারবালা মোড় এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আশফাকুল ইসলাম নামের এক ব্যক্তির নামে অস্ত্রটি লাইসেন্স করা। পেশায় ঠিকাদার এই ব্যক্তি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। গত ৫ অগাস্ট সন্ত্রাসী কায়দায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিলেন আশফাকুল। স্থানীদের কাছে খবর পেয়ে রোববার রাতে ১১ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে সদর থানায় আনা হয়।

পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গত ১৪ অগাস্ট সদর থানায় ই-মেইল করে ‘পিস্তলটি হারিয়ে গেছে’ জানিয়ে একটি জিডি করেন আশফাকুল। তিনি জানিয়েছেন, পিস্তলের সঙ্গে ৫০ রাউন্ড গুলি ছিল। যেহেতু ১১ রাউন্ড গুলিসহ পিস্তলটি পাওয়া গেছে এবং আরও ৩৯ রাউন্ড গুলি পাওয়া যাচ্ছে না। তাই এ বিষয়ে তদন্ত করে মামলা হবে।”