নাটোরের গুরুদাসপুরে যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টা এ্যাড. এস.এম শহিদুল ইসলাম সোহেলের সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে।২৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় গুরুদাসপুর বিল চলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড.মো.একরামুল হক।
এছাড়া, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাফিউল আলম এবং সাধারণ সম্পাদক মো. পলাশ ইসলামও উপস্থিত ছিলেন। উৎসবে আরও অংশগ্রহণ করেন রক্ত নির্ণয়কারী স্বেচ্ছাসেবকরা এবং বই বিনিময়ে আগ্রহী শিক্ষার্থীরা। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল রক্তদান সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়ের মাধ্যমে সমাজে বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করা।
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানোর পাশাপাশি নিজেদের বই বিনিময় করে জ্ঞান বৃদ্ধি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশন দীর্ঘদিন ধরে সমাজে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে রক্তদান এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।