নাটোরের গুরুদাসপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। গত ২৩ নভেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল সোনা বাজু এলাকার পুকুর পাড়ের কলাবাগানে অভিযান চালায়। সেখানে ১৩-১৫ জনের একটি দল জুয়া খেলছিল। অভিযান চালিয়ে মো. হাসেন আলী (৪৫), পিতা মৃত কবির ফকির, গ্রাম ভরতপুর, এবং মো. সানোয়ার হোসেন, পিতা মৃত আয়েত আলী, গ্রাম লক্ষিকুল এই দুইজনকে আটক করা হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৬০ হাজার টাকা, একটি ডাব্বু ও বাচ্চুর গুটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে গুরুদাসপুর থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিদের থানায় জমা দেওয়া হয়। ২৪ নভেম্বর রোববার আটককৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, “মাদক ও জুয়ার বিরুদ্ধে থানার নিয়মিত অভিযান চলমান রয়েছে। পালিয়ে যাওয়া জুয়ারুদের গ্রেপ্তারে পুলিশ তৎপর।”
পুলিশের এমন কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।