মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শিশু-কিশোর নাট্য উৎসব

  • Special Correspondent.
  • Update Time : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
  • ৪১৮ Time View

বিশেষ প্রতিবেদক. চট্টগ্রামে বঙ্গবন্ধু শিশু-কিশোর নাট্য উৎসব উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মহানগর শাখা। জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাঙ্গালী জাতির আত্মপরিচয়কে একটি গোষ্ঠি ধর্মসহ নানা সামাজিক প্রতিবন্ধকতার আবরণে আটকে রাখতে চায়। এই চেষ্টাকে ব্যর্থ করার জন্য সাংষ্কৃতিক চর্চা বাড়াতে হবে। আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে সাংষ্কৃতিক চর্চাকে গুরুত্ব দেয়া হতো। আমাদের জাতিসত্ত্বার যে বিকাশ তাতে সাংষ্কৃতিক চর্চার বিশেষ গুরুত্ব রয়েছে। আমি মনে করি সাহিত্য সাংষ্কৃতিক চর্চা বাড়িয়ে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এখানে এসে সেই দর্শনের সঙ্গে আয়োজকদের ভাবনার মিল পেয়েছি। এটা আমার ভালো লেগেছে।’

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী; বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান; বিজিএমইএ’র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম; অভিনেত্রী রোকেয়া প্রাচী ও জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাওইদ চৌধুরী।

ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। তরুণদের এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।’

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, ‘বঙ্গবন্ধু শিশু-কিশোরদের আলাদা গুরুত্ব দিতেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাই জাতীয় শিশু-কিশোর দিবস পালিত হচ্ছে।’

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘শিল্প ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে তরুণদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার জন্য প্রস্তুত হতে হবে।’

উৎসবের প্রথম দিনে মঞ্চ নাটক পরিবেশন করে অনন্য থিয়েটার, বাওয়া স্কুল ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। মুক্ত মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে চট্টল কুঁড়ি ও কণ্ঠ নীড়ের শিশু শিল্পীরা।

Tag :
About Author Information

Daily Banalata

চট্টগ্রামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শিশু-কিশোর নাট্য উৎসব

Update Time : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

বিশেষ প্রতিবেদক. চট্টগ্রামে বঙ্গবন্ধু শিশু-কিশোর নাট্য উৎসব উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মহানগর শাখা। জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান।

তিনি বলেন, ‘বাঙ্গালী জাতির আত্মপরিচয়কে একটি গোষ্ঠি ধর্মসহ নানা সামাজিক প্রতিবন্ধকতার আবরণে আটকে রাখতে চায়। এই চেষ্টাকে ব্যর্থ করার জন্য সাংষ্কৃতিক চর্চা বাড়াতে হবে। আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানে সাংষ্কৃতিক চর্চাকে গুরুত্ব দেয়া হতো। আমাদের জাতিসত্ত্বার যে বিকাশ তাতে সাংষ্কৃতিক চর্চার বিশেষ গুরুত্ব রয়েছে। আমি মনে করি সাহিত্য সাংষ্কৃতিক চর্চা বাড়িয়ে তাদের এই অপচেষ্টা রুখে দিতে হবে। এখানে এসে সেই দর্শনের সঙ্গে আয়োজকদের ভাবনার মিল পেয়েছি। এটা আমার ভালো লেগেছে।’

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মোহাম্মদ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী; বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান; বিজিএমইএ’র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম; অভিনেত্রী রোকেয়া প্রাচী ও জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর। দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাওইদ চৌধুরী।

ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন। তরুণদের এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।’

লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, ‘বঙ্গবন্ধু শিশু-কিশোরদের আলাদা গুরুত্ব দিতেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাই জাতীয় শিশু-কিশোর দিবস পালিত হচ্ছে।’

অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, ‘শিল্প ও সাহিত্য চর্চার মধ্য দিয়ে তরুণদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়ার জন্য প্রস্তুত হতে হবে।’

উৎসবের প্রথম দিনে মঞ্চ নাটক পরিবেশন করে অনন্য থিয়েটার, বাওয়া স্কুল ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা। মুক্ত মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করে চট্টল কুঁড়ি ও কণ্ঠ নীড়ের শিশু শিল্পীরা।