প্রভাষক মো.মাজেম আলী মলিন .
নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১০মে) রোববার বিকাল ৪টার সময় উপজেলা পৌরসদরের শিক্ষাসংঘ হতে শুরু করে বাজারের বিভিন্ন স্থানে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পথচারীদের মধ্যে ছিলেন ছিন্নমুল পরিবার পথ শিশু ভ্যান রিক্সা চালক, অসহায় খেটে খাওয়া মানুষসহ নিম্ন আয়ের শ্রমিক।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন ও সাধারণ সম্পাদক সুবাশিষ কবির জানান, আমরা মাননীয প্রধান মন্ত্রীর শেখ হাসিনা এবং স্থানীয় সাংসদ আলহাজ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের দিক নির্দেশনায় সব সময় অন্যায়ে বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কাজ করে চলছি। যে কোন দুর্যোগে আমরা সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। তারই ধারা বাহিকতায় আজ ৩৫০ প্যাকেট ইফতার সামগ্রী পথচারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, প্রতি নিয়তই চলছে তাদের নিজস্ব অর্থয়নে এবং স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার পৌরসদরের বিভিন্ন এলাকায় তাদের নানা কার্যক্রম । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,বাজার এলাকা,হাসপাতাল, সহ প্রয়োজনীয় উপকরন বিতরণ ও সচেতনতামুলক প্রচারপত্র বিলি, মাইকিং ,সেমিনারসহ দুই মাস ব্যাপি নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে। এতে একাত্বতা প্রকাশ করে অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, জাতির এই দু:সময়ে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই সেই সাথে এলাকার এলিট শ্রেণিদেরকে সাধারন মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে এই মহতি উদ্যোগকে সারা উপজেলা ব্যাপি ছড়িয়ে দিতে সংগঠনের সব নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ বিশিষ্ট ব্যবসায়ী এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ ছাত্রলীগের অন্যনান্য নেতৃবর্গ।
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করলেন ছাত্রলীগ
- Reporter Name
- Update Time : ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
- ১৩২ Time View
Tag :