বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সংকীর্ণ নয় উদারতা চাই

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০
  • ৬৬ Time View

সংকীর্ণ নয় উদারতা চাই

যে পথ আমাকে শেখায় পরনিন্দা,পরচর্চা, পরহিংসা সে পথকে আমি সেখানেই সালোম দিয়ে বিদায় জানাতে চাই।
আমি আশরাফুল মাখলুকাত!!
আমার মন সংকীর্ণ নয়, উদার হওয়া চাই।
আমার পথ হোক উন্মুক্ত।
যেন আমার শত্রুরাও আমাকে বন্ধু হিসেবে পায়।

প্রতিহিংসার করে নিজের কাছে নিজেকে বড় মনে করা যায় কিন্তু অন্যের কাছে ছোটই থেকে যেতে হয়।
ভালোবাসা বিলিয়ে নিজেকে নিজের কাছে ক্ষুদ্র মনে হলেও বিশ্ববাসীর কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকা যায়।
নিজের বড়ত্ব কে মানুষের মাঝে প্রকাশ করতে গিয়ে কত লোকই না ওপারে পাড়ি জমিয়েছে তার হিসাব আমরা রাখিনা।

স্মরণীয় হয়ে সবাই থাকতে পারে। হোক না সেটা ভালো বা মন্দ বিষয়।

কি বিশ্বাস হচ্ছে না???

তাহলে লক্ষ্য করুন বিশিষ্ট দুই ব্যক্তির জীবন।

“সিরাজউদ্দৌলা” এবং “মীরজাফর”
দুজনই ইতিহাসে স্মরণীয়।

তবে,,,
একজন দেশপ্রেমের আইডল হিসেবে
আরেকজন বিশ্বাসঘাতক হিসেবে।

সমাজে এমন আরও অসংখ্য প্রমাণ রয়েছে।

তাই স্মরণীয় হওয়াটাই প্রাধান্য নয়,প্রাধান্য হোক ভালো মানুষ হিসেবে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকার।

#আতিয়া_সুলতানা_তাইয়্যিবা

Tag :

সংকীর্ণ নয় উদারতা চাই

Update Time : ০৫:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

সংকীর্ণ নয় উদারতা চাই

যে পথ আমাকে শেখায় পরনিন্দা,পরচর্চা, পরহিংসা সে পথকে আমি সেখানেই সালোম দিয়ে বিদায় জানাতে চাই।
আমি আশরাফুল মাখলুকাত!!
আমার মন সংকীর্ণ নয়, উদার হওয়া চাই।
আমার পথ হোক উন্মুক্ত।
যেন আমার শত্রুরাও আমাকে বন্ধু হিসেবে পায়।

প্রতিহিংসার করে নিজের কাছে নিজেকে বড় মনে করা যায় কিন্তু অন্যের কাছে ছোটই থেকে যেতে হয়।
ভালোবাসা বিলিয়ে নিজেকে নিজের কাছে ক্ষুদ্র মনে হলেও বিশ্ববাসীর কাছে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকা যায়।
নিজের বড়ত্ব কে মানুষের মাঝে প্রকাশ করতে গিয়ে কত লোকই না ওপারে পাড়ি জমিয়েছে তার হিসাব আমরা রাখিনা।

স্মরণীয় হয়ে সবাই থাকতে পারে। হোক না সেটা ভালো বা মন্দ বিষয়।

কি বিশ্বাস হচ্ছে না???

তাহলে লক্ষ্য করুন বিশিষ্ট দুই ব্যক্তির জীবন।

“সিরাজউদ্দৌলা” এবং “মীরজাফর”
দুজনই ইতিহাসে স্মরণীয়।

তবে,,,
একজন দেশপ্রেমের আইডল হিসেবে
আরেকজন বিশ্বাসঘাতক হিসেবে।

সমাজে এমন আরও অসংখ্য প্রমাণ রয়েছে।

তাই স্মরণীয় হওয়াটাই প্রাধান্য নয়,প্রাধান্য হোক ভালো মানুষ হিসেবে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকার।

#আতিয়া_সুলতানা_তাইয়্যিবা