নাটোর প্রতিবেদক.
নাটোরে শুরু হয়েছে কৃষকের মার্কেট। কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনায় ও নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর শহরের পুরাতন বাস টার্মিনালে এই মার্কেটের উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কৃষি বাজারের উদ্বোধন করেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান উপস্থিত ছিলেন।
প্রতিসপ্তাহে শুক্রবার ও শনিবার এই দুই দিন সরাসরি কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এই বাজারে বিক্রি করতে পারবেন। এ জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। বাজারে সকল ধরনের কৃষকের উৎপাদিত সবজি ওষধি গাছসহ সকল প্রকার কৃষি পণ্য পাওয়া যাবে ।
কৃষকরা জানান, তাদের উৎপাদিত পণ্য সরাসারি বিক্রির সুযোগ পেয়ে খুশি তারা।
সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, কষকদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগীরা কমদামে কিনে বেশি দামে বিক্রি করে। আবার কৃষক নিজে বাজারে বেচতে আসলে নানাধরনের ভোগান্তিতে শিকার হন। এ কারণে সরকারের নির্দেশনায় এই কৃষকের বাজার উদ্বোদন করা হয়েছে। কৃষকরা এখন থেকে ন্যায্য দাম পাবে।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য এই কৃষকের বাজার। আশা করা হচ্ছে, কৃষকরা এখান থেকে ন্যায্যমূল্য পাবেন। অপরদিকে ক্রেতারাও কমদামে কৃষকদের উৎপাদিত টাটকা সবজি কিনতে পারবেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনায় এই কৃষকের বাজার উদ্বাধন করা হয়েছে। এখান থেকে ক্রেতারা টাটকা ও বিষমুক্ত সবজি ক্রয় করতে পারবেন।