বনলতা নিউজ ডেস্ক.
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রতিবারের মতই তৃতীয় ধাপে বড়াইগ্রামের ৪টি ইউনিয়নের ১১০০ হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
১৭ মে রবিবার সকাল ১০টা থেকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, জননেত্রী শেখ হাসিনার আহবানে সরকারী ত্রানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও এসকল উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। রাতদিন পরিশ্রম করে যাচ্ছি দুই উপজেলার সকল জনসাধারনের দু:খের সারথী হিসাবে। ভবিষ্যতেও সকল সমস্যা সমাধানে পাশে থাকবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি কল্লোল ফাউন্ডেশনের কর্ণধর এ্যডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বিশিষ্ট ব্যাবসায়ী এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবর্গ প্রমুখ্য।