বিশেষ প্রতিবেদক দৈনিক বলনলতা.
প্রধান মন্ত্রী শেখ হাসিনার অনুদানে কল্লোল ফাউন্ডেশনের মাধ্যমে শতাধিক আদিবাসী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার শিক্ষা অফিস চত্বরে ১০০ জন আদিবাসী শিশু শিক্ষার্থীদের মধ্যে ওই সকল উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এফ এম রফিকুল ইসলাম , কল্লোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ যুবমহিলা লীগের সহ-সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি সহ কল্লোল ফাউন্ডেশনের সদস্য বৃন্দ ।
এসময় ফাউন্ডেশনের সভাপতি মুক্তি জানান, কল্লোল ফাউন্ডেশন সব সময় অসহায় দুস্ত মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকে। এ ফাউন্ডেশন থেকে প্রতিবছর পি ই সি , জে এস সি, এস এস সি ও এইচ এস সি, তে জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট , সনদ , বই সহ নানা উপহার সমগ্রী দিয়ে তাদের অনুপ্রানীত করে আসছি। তারই ধারাবাহিকতায় মানোনীয় প্রধান মন্ত্রীর তহবিল থেকে এই উপহার সমগ্রী ক্ষুদে আদিবাসী শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে।