শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

নলডাঙ্গায় ঢাকা ফেরত এক রিকশাচালকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • ৩০ Time View
এস এম ফকরুদ্দিন ফুুুটু  নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা লাহিড়ী পাড়ায় ঢাকা ফেরত সাদ্দাম হোসেন (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯ টার দিকে সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন মৃতের বাড়িটি লকডাউন করে দেন। স্বাস্থ্য বিভাগ দাবী করছে ঐ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ছিল কিনা পরীক্ষা ছাড়া বলা যাবে না, তবে তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। আগামী শনিবার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। মৃত সাদ্দাম হোসেন খাজুরার লাহিড়ী পাড়ার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায় সাদ্দাম হোসেন ঢাকা থেকে গত ২৩ মে ঈদ উদযাপন করতে বাড়িতে আসে। তিনি ঢাকায় রিকশাচালাতেন। বাড়িতে আসার পর থেকে তিনি জন্ডিস, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে জন্ডিস, সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে দুপুর দেড়টার দিকে তার দাফন সম্পন্ন করে স্বজনরা। এ ব্যাপারে নাটোর করোনা ইউনিটের ডাক্তার মাহাবুব হোসেন জানান, মৃত সাদ্দামের করোনা উপসর্গ ছিল না, তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। তবুও আগামী শনিবার তার পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
সাদ্দামের করোনায় মৃত্যু হয়েছে বলে এলাকায় আতংক বিরাজ করছে।

 

Tag :
Popular Post

নলডাঙ্গায় ঢাকা ফেরত এক রিকশাচালকের মৃত্যু

Update Time : ১২:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
এস এম ফকরুদ্দিন ফুুুটু  নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা লাহিড়ী পাড়ায় ঢাকা ফেরত সাদ্দাম হোসেন (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯ টার দিকে সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে স্বজনরা তাকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন মৃতের বাড়িটি লকডাউন করে দেন। স্বাস্থ্য বিভাগ দাবী করছে ঐ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ছিল কিনা পরীক্ষা ছাড়া বলা যাবে না, তবে তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। আগামী শনিবার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। মৃত সাদ্দাম হোসেন খাজুরার লাহিড়ী পাড়ার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা যায় সাদ্দাম হোসেন ঢাকা থেকে গত ২৩ মে ঈদ উদযাপন করতে বাড়িতে আসে। তিনি ঢাকায় রিকশাচালাতেন। বাড়িতে আসার পর থেকে তিনি জন্ডিস, সর্দি-জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ সকালে জন্ডিস, সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা নাটোর সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে। উপজেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে দুপুর দেড়টার দিকে তার দাফন সম্পন্ন করে স্বজনরা। এ ব্যাপারে নাটোর করোনা ইউনিটের ডাক্তার মাহাবুব হোসেন জানান, মৃত সাদ্দামের করোনা উপসর্গ ছিল না, তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। তবুও আগামী শনিবার তার পরিবারের সকল সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
সাদ্দামের করোনায় মৃত্যু হয়েছে বলে এলাকায় আতংক বিরাজ করছে।