বিশেষ প্রতিবেদক গুরুদাসপুর.
নাটোরের গুরুদাসপুর উপজেলার কচুগাড়ী গ্রামে শ^শুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে নজরুল ইসলাম ওরফে টিক্কা খান(৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এসময় জামাই টিক্কা খানের সাথে থাকা শ্যালক সজিব ফকির(২২) আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কচুগাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। টিক্কা খান উপজেলার বিলকাঠোর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে এবং কচুগাড়ী গ্রামের মুন্নাফ হোসেনের জামাতা।
স্থানীয় সুত্রে জানাযায়, ঘটনার দিন বিকেলে আকাশে মেঘের গর্জন দেখে ধানের পোয়াল(খর) জড়ো করতে শ্যালক দুলাভাই দুজনই বাড়ির বাহিরে যায় পোয়াল গোছাতে। এসময় হঠাৎ দুজনের সামনে বজ্রপাত হলে দুজনই মাটিতে লুটিয়ে পরে। তাদের চিৎকারে স্বজন ও প্রতিবেশিরা গুরুদাসপুর হাসপাতালে নেবার পথে রাস্তায় টিক্কা খান মারা যায়। সজিব বর্তমানে গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বিষয়টি দৈনিক বনলতাকে নিশ্চিত করেছেন।