শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নলডাঙ্গায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করলেন উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • ১৫৬ Time View

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন দুজন।
আক্রান্ত ব্যক্তিরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের একজন ও পিপরুল ইউনিয়নের অপরজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জন।
শনিবার (০৬ জুন) রাতে নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৭ জুন) সকালে করোনা আক্রান্ত দুই রোগীর বাড়িতে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বাড়িটিকে লকডাউন করে দেন।

তিনি করোনা রোগীদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন।
এ সময় তিনি করোনা রোগীকে বলেন,ভয় নয়, করোনাকে জয় করতে হবে। করোনা রোগী ও তার পরিবারের পাশে সব সময়ের জন্য উপজেলা প্রশাসন রয়েছে বলে আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,আক্রান্তদের অবহেলার চোখে নয় তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত পরিবারের আশপাশের পরিবারগুলোকে সচেতন করা হয়েছে, যেন তারা স্বাস্থ্যবিধি মানেন এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংবেদনশীল থাকেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

এস এম ফকরুদ্দিন ফুুুটু
নলডাঙ্গা, নাটোর।

Tag :

নলডাঙ্গায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করলেন উপজেলা প্রশাসন

Update Time : ০৮:১৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কোভিড-১৯ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন দুজন।
আক্রান্ত ব্যক্তিরা হলেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের একজন ও পিপরুল ইউনিয়নের অপরজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ জন।
শনিবার (০৬ জুন) রাতে নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৭ জুন) সকালে করোনা আক্রান্ত দুই রোগীর বাড়িতে যান নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বাড়িটিকে লকডাউন করে দেন।

তিনি করোনা রোগীদের পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন।
এ সময় তিনি করোনা রোগীকে বলেন,ভয় নয়, করোনাকে জয় করতে হবে। করোনা রোগী ও তার পরিবারের পাশে সব সময়ের জন্য উপজেলা প্রশাসন রয়েছে বলে আশ্বস্ত করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,আক্রান্তদের অবহেলার চোখে নয় তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত পরিবারের আশপাশের পরিবারগুলোকে সচেতন করা হয়েছে, যেন তারা স্বাস্থ্যবিধি মানেন এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সংবেদনশীল থাকেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

এস এম ফকরুদ্দিন ফুুুটু
নলডাঙ্গা, নাটোর।