বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“বাড়িয়ে দাও অদৃশ্য হাত”

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • ৩৪ Time View

“বাড়িয়ে দাও অদৃশ্য হাত”
——Arifa Jesmin Konika

আবার উঠব জেগে
মাথা উঁচু করে,
রোগ,শোক,ভয়,আতংক
সরিয়ে রেখে দূরে।

হাত ধুয়ে মাস্ক পরে
থাকব সাবধান,
মনের জোর আর ভালোবাসাই
করোনায় বাঁচায় প্রান।

ফ্রন্টলাইন যোদ্ধারা আছে
মানুষের সেবায়,
তাদের পরিবারের ভূমিকাও
কম কিছু নয়।

অসুস্থ হলে তাকে
কোরো না ‘কো পর
দুশ্চিন্তা আর অবহেলায়
প্রাণ যেতে পারে তার।

শরীরের দূরত্ব বজায় রেখে
সেবা দাও তাকে,
মনের দূরত্ব যেন
থাকে না কো মাঝে।

ফোনে আর অনলাইনে
খোঁজ নাও সবসময়,
পাশের ঘরেই সুস্থ হবে সে
মনের জোর, যত্ন আর ভালোবাসায়।

একজনম যদি যায়
মানুষের সেবায়,
এর চেয়ে মহৎ কাজ
কি আছে দুনিয়ায়?

অর্থ সম্পদে সুখ নাই
মানব সেবায়ই সুখ,
যোদ্ধা আমি এই পরিচয়ে
প্রসারিত হোক বুক।

Tag :
Popular Post

গরমে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

“বাড়িয়ে দাও অদৃশ্য হাত”

Update Time : ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

“বাড়িয়ে দাও অদৃশ্য হাত”
——Arifa Jesmin Konika

আবার উঠব জেগে
মাথা উঁচু করে,
রোগ,শোক,ভয়,আতংক
সরিয়ে রেখে দূরে।

হাত ধুয়ে মাস্ক পরে
থাকব সাবধান,
মনের জোর আর ভালোবাসাই
করোনায় বাঁচায় প্রান।

ফ্রন্টলাইন যোদ্ধারা আছে
মানুষের সেবায়,
তাদের পরিবারের ভূমিকাও
কম কিছু নয়।

অসুস্থ হলে তাকে
কোরো না ‘কো পর
দুশ্চিন্তা আর অবহেলায়
প্রাণ যেতে পারে তার।

শরীরের দূরত্ব বজায় রেখে
সেবা দাও তাকে,
মনের দূরত্ব যেন
থাকে না কো মাঝে।

ফোনে আর অনলাইনে
খোঁজ নাও সবসময়,
পাশের ঘরেই সুস্থ হবে সে
মনের জোর, যত্ন আর ভালোবাসায়।

একজনম যদি যায়
মানুষের সেবায়,
এর চেয়ে মহৎ কাজ
কি আছে দুনিয়ায়?

অর্থ সম্পদে সুখ নাই
মানব সেবায়ই সুখ,
যোদ্ধা আমি এই পরিচয়ে
প্রসারিত হোক বুক।