বিশেষ প্রতিবেদক সিংড়া.
নাটোরের সিংড়ায় দ্বিতীয় স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জ্বল হোসেন (২৮) ও তার প্রথম স্ত্রী জলি খাতুন (২৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার রাতে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জ্বল হোসেনর প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্ত্বেও বছর খানেক আগে লিপি নামে আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত সারাক্ষণ।
সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জ্বলের কলহের এক পর্যায়ে প্রথম স্ত্রী জলি খাতুন ও উজ্জ্বল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খান।
পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাস্তার মধ্যেই তাদের মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি)নুরে আলম সিদ্দিকী জানান, এব্যাপারে সিংড়া থানায় ইউডি মামলা হয়েছে।