নলডাঙ্গা (নাটোর) প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগরের সরদার পাড়ায় বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে ফয়সাল হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে শিশুদের সাথে খেলতে গিয়ে ফয়সাল হোসেন পানিতে পড়ে যায়। পরে স্বজনরা খবর পেয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত ফয়সাল হোসেন,গ্রামের রুবেল হোসেনের ছেলে। এ ঘটনায় স্বজনসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
নলডাঙ্গা থানা প্রশাসন বিষয়টির সত্যতা স্বীকার করেছে।