সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

পুরোপুরি করোনামুক্ত না হয়েই বাড়ি ফিরলেন অভিনেত্রী মোহেনা

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
  • ২০ Time View

বিনোদ প্রতিবেদক বনলতা.

পুরোপুরি সুস্থ না হয়ে করোনা নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী মোহেনা। তবে বাড়িতেই আইসোলশনে থাকছেন বলে জানা গেছে। সব ধরনের সাবধানতা অবলম্বন করেই বাড়িতে অবস্থান করছেন তিনি।

১০ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারী। তার স্বামী সুরেশ রাওয়াতেরও করোনা পজেটিভ। শুধু অভিনেত্রী নিজে ও তার স্বামী নন, মোহেনার শাশুড়ি, ননদসহ পরিবারের মোট ছয়জন একসঙ্গে আক্রান্ত হন করোনাভাইরাসে।

মোহেনা জানান, তার করোনার রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি। পজিটিভ থাকাকালীনই বাড়িতে ফিরেছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। শিগিগরই তারা এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মোহেনা কুমারী।

Tag :
Popular Post

পুরোপুরি করোনামুক্ত না হয়েই বাড়ি ফিরলেন অভিনেত্রী মোহেনা

Update Time : ০৯:২২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

বিনোদ প্রতিবেদক বনলতা.

পুরোপুরি সুস্থ না হয়ে করোনা নিয়েই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেত্রী মোহেনা। তবে বাড়িতেই আইসোলশনে থাকছেন বলে জানা গেছে। সব ধরনের সাবধানতা অবলম্বন করেই বাড়িতে অবস্থান করছেন তিনি।

১০ দিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারী। তার স্বামী সুরেশ রাওয়াতেরও করোনা পজেটিভ। শুধু অভিনেত্রী নিজে ও তার স্বামী নন, মোহেনার শাশুড়ি, ননদসহ পরিবারের মোট ছয়জন একসঙ্গে আক্রান্ত হন করোনাভাইরাসে।

মোহেনা জানান, তার করোনার রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি। পজিটিভ থাকাকালীনই বাড়িতে ফিরেছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। শিগিগরই তারা এই রোগের কবল থেকে মুক্ত হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মোহেনা কুমারী।